IPL Auction 2022: ঋদ্ধি, মনোজ সহ আইপিলের নিলামে বাংলার ১৪ ক্রিকেটার
IPL Auction 2022: এদের মধ্যে ঋদ্ধি ও শ্রীভৎস আগের মরসুমে পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ঈশান পোড়েল পঞ্জাব কিংসের স্কোয়াডে থাকলেও ম্যাচে খেলার সুযোগ পাননি।
কলকাতা: বেঙ্গালুরুতে হতে চলা ২ দিনব্যাপী আসন্ন মেগা নিলামে উঠছেন বাংলার মোট ১৪ জন ক্রিকেটার। তার মধ্যে রয়েছেন তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি। এছাড়াও তালিকায় রয়েছেন তরুণ ক্রিকেটার শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, ঋত্বিক রায়চৌধুরী, ঋত্বিক চ্যাটার্জী, সুদীপ চট্টোপাধ্য়ায়, অভিমন্যু ঈশ্বরণ, কেইফ আহমেদ, শ্রীভৎস গোস্বামী, প্রয়াস রায় বর্মণ ও আকাশ দীপ।
এদের মধ্যে ঋদ্ধি ও শ্রীভৎস আগের মরসুমে পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ঈশান পোড়েল পঞ্জাব কিংসের স্কোয়াডে থাকলেও ম্যাচে খেলার সুযোগ পাননি। আগের মরসুমে ওয়াশিংটন সুন্দর ছিটকে যাওয়ার পর আকাশ দীপকে দলে নিয়েছিল বিরাটের আরসিবি। যদিও তিনিও খেলার সুযোগ পাননি প্রথম একাদশে। শাহবাজ যদিও আরসিবির হয়ে মাঠে নেমেছেন গত ২ মরসুমে। প্রয়াস রায় বর্মনও একবার আরসিবির হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এছাড়া মনোজ কলকাতা নাইট রাইডার্সে ও রাইজিং পুনে সুপারজায়ান্টস দলে খেলেছেন এর আগে। যদিও শেষ ৩ মরসুমে কোনো দলই পাননি তিনি। বাকিরা দল পেলে প্রথমবারের জন্য দল পাওয়ার আশায় এবার।
২ কোটি টাকা বেস প্রাইস রাখা ক্রিকেটারের সংখ্য়া এবারের নিলামে মোট ৪৮ জন। ২০ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ৫০ লক্ষ। ৩৪ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি। ৩৭০ জন ভারতীয় প্লেয়ার যেখানে নিলামে অংশ নিচ্ছেন। সেখানে ২২০ জন বিদেশি প্লেয়ার এবারের নিলামে উঠছেন।
বিদেশী ক্রিকেটারদের মধ্যে এবারের নিলামে সর্বাধিক ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে অংশ নিতে চলেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, নিউজিল্যান্ডের ২৪, শ্রীলঙ্কার ২৩, আফগানিস্তানের ১৭, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৫ জন করে ক্রিকেটার অংশ নেবেন। এছাড়া অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে নামিবিয়ার ৩ জন, ২ জন স্কটল্যান্ড ও জিম্বোবোয়ে, নেপাল ও ইউএসএ থেকে ১ জন করে ক্রিকেটার অংশ নেবেন নিলামে।