IPL Auction 2026: আইপিএল নিলামে নিয়ে বিরাট রদবদলের সিদ্ধান্ত নিল বিসিসিআই
IPL Auction: শোনা যাচ্ছে ১৫ নভেম্বরের আগেই বিসিসিআইয়ের তরফে নিলামের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করে দেওয়া হবে।

মুম্বই: আইপিএল নিলামের (IPL Auction 2026) দিনক্ষণ কিন্তু এখনও জানানো হয়নি। তবে সেই নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। এবারের আইপিএলের নিলাম দেশেই আয়োজিত হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে বিসিসিআইয়ের তরফে মনবদল করা হয়েছে বলে খবর আসছে। শোনা যাচ্ছে দেশে নয়, ফের একবার বিদেশেই আয়োজিত হতে পারে আইপিএলের নিলাম।
এখনও কোনও ফ্র্যাঞ্চাইজির তরফে বা বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে বিদেশে আইপিএল নিলাম হওয়ারই পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথায় হতে পারে নিলাম? সঠিকভাবে জানা না গেলেও, শোনা যাচ্ছে গল্ফ প্রদেশেরই কোথাও এবারের নিলাম আয়োজিত হবে। সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে নিলাম হওয়ার সম্ভাবনা প্রবল। তবে ওমান, কাতারের মতো স্থানগুলিতেও নিলাম আয়োজনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিসিসিআই আগে কিন্তু ভারতের মাটিতেই এবারের নিলামটি আয়োজন করার বিষয়ে ভাবছিল। তবে সেই স্থান থেকে সম্পূর্ণভাবেই মনবদল হয়েছে বলে খবর। তবে যে সময়ে আইপিএল নিলামের আয়োজন করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে, সেই সময়ে দেশে বিভিন্ন উৎসবের পাশাপাশি বিয়ের মরশুমও শুরু হয়ে যাবে। সেই কারণেই নিলামের জন্য আদর্শ ভেন্যু ঠিক করতে কর্মকর্তাদের সমস্যায় পড়তে হচ্ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। কবে হতে পারে আইপিএলের নিলাম? শোনা যাচ্ছে ১৫ নভেম্বরের আগেই বিসিসিআইয়ের তরফে নিলামের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করে দেওয়া হবে। সেই সময়ই খেলোয়াড়দের রিটেনশন লিস্ট প্রকাশ করার দিনক্ষণও জানিয়ে দেবে আইপিএল কর্তৃপক্ষ।
কেকেআরের নতুন কোচ নায়ার
জল্পনাই সত্যি হল। ভারত তথা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের (Abhishek Nayar) কাঁধেই উঠল নাইটদের পরবর্তী প্রধান কোচ হওয়ার দায়িত্ব। বৃহস্পতিবার, ৩০ অক্টোবরই কেকেআরের তরফে সরকারিভাবে প্রধান কোচ হিসাবে অভিষেক নায়ারের নাম ঘোষণা করা হল।
এই বছরের মাঝপথে ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরে অভিষেক নায়ারকে কেকেআরের ডাগআউটে দেখা গিয়েছিল। কেকেআর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নায়ারের সম্পর্ক বহুদিনের। ২০২৪ সালের আইপিএলজয়ী কেকেআর দলের সাপোর্ট স্টাফের অঙ্গ ছিলেন নায়ার। দলের সহকারী কোচ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কেকেআরের অ্যাকাডেমির দায়িত্ব পালন করা এবং তরুণদের সাফল্য পেতেও ও নিজেদের উন্নত করতে সাহায্য করে এসেছেন তিনি। এবার সামনের মরশুম থেকে প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন নায়ার।




















