Aamir Khan on Rashid Khan: রেঁধে খাওয়ানোর আবদার আমিরের, কী বললেন রশিদ?
IPL Final: আমির খান (Aamir Khan) ও রশিদ খান (Rashid Khan)। আইপিএল (IPL) ফাইনালের মঞ্চে মুক্তি পেল আমিরের পরবর্তী সিনেমা লাল সিংহ চাড্ডার ট্রেলার। রবিবার রশিদের সঙ্গে ভার্চুয়ালি আড্ডাও দেন আমির।
![Aamir Khan on Rashid Khan: রেঁধে খাওয়ানোর আবদার আমিরের, কী বললেন রশিদ? IPL Final 2022: Aamir Khan proposes Rashid Khan to come to his house in Mumbai and cook food Aamir Khan on Rashid Khan: রেঁধে খাওয়ানোর আবদার আমিরের, কী বললেন রশিদ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/898b07f5239d05e277b5db02b2b09902_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: একজন রুপোলি পর্দার কিংবদন্তি। অন্যজন ক্রিকেট মাঠের জাদুকর। আইপিএল ফাইনালের মঞ্চে দুজনে জমিয়ে আড্ডা দিলেন। এবং, অভিনেতা বায়না করলেন, ক্রিকেটারকে তাঁর মুম্বইয়ের বাড়িতে গিয়ে রান্না করে খাওয়াতে হবে। রাজিও হয়ে গেলেন তারকা ক্রিকেটার। কথা দিলেন, মুম্বইয়ে গিয়ে আফগানি পদ রান্না করে খাওয়াবেন।
আমির খান (Aamir Khan) ও রশিদ খান (Rashid Khan)। আইপিএল (IPL) ফাইনালের মঞ্চে মুক্তি পেল আমিরের পরবর্তী সিনেমা লাল সিংহ চাড্ডার ট্রেলার। রবিবার রশিদের সঙ্গে ভার্চুয়ালি আড্ডাও দেন আমির। সেখানে আমির জিজ্ঞেস করেন, 'আপনাকে তো সবাই বোলার বলে, কিন্তু আমি তো আপনার ব্যাটিং দেখে মুগ্ধ। তাহলে কেন বোলার তকমা?'
রশিদ জবাব দেন, 'আমিও চাই আমাকে অলরাউন্ডার বলা হোক। আমার দলের ম্যানেজারকে বলি যেন অলরাউন্ডার হিসাবে টিমলিস্টে আমার নাম দেখানো হয়। কিন্তু সেই অনুরোধ রাখা হয় না।' আমির হাসতে হাসতে রশিদকে আশ্বাস দেন যে, ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলে তিনি অনুরোধ করবেন যাতে তাঁকে অলরাউন্ডার হিসাবে তুলে ধরা হয়।
এরপরই রশিদের রান্নার প্রসঙ্গে ঢোকেন আমির। বলেন, 'আপনার হাতের রান্নার প্রশংসা শুনেছি। মুম্বইয়ে আমার বাড়িতে আপনার আমন্ত্রণ রইল। তবে সেখানে আমার রান্নাঘরে গিয়ে রান্না করে খাওয়াতে হবে আপনাকে।' রশিদও তাতে মজা পান।বলেন, 'আহা, এমন সুযোগ যদি হয়। আফগানি ডিশ খাওয়াব।'
করোনার ধাক্কায় গত দুবার আইপিএলের (IPL) উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠান হয়নি। এবারও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে করোনার কাঁটা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। আইপিএলেও ফিরল সমাপ্তি অনুষ্ঠান। জমকালো অনুষ্ঠান মাতালেন রণবীর ও রহমান।
কানায় কানায় উপচে পড়ছে নবনির্মিত স্টেডিয়াম। যাকে বলা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। মিউজিক সিস্টেমে বাজছে, 'ভাটি কামিঙ্গ, ভাটি...'। পরের মুহর্তেই বাজছে, 'নাপাতা সুরো, নাটু, নাটু, নাটু, নাটু নাটু... নাটু'।
মঞ্চে পা মেলাচ্ছেন যিনি, খান ত্রয়ী ও হৃতিক পরবর্তী জমানায় অনেকে তাঁকে বলিউডের সেরা মুখ বলে চিহ্নিত করছেন। রণবীর সিংহ। কখনও রাজবেশে, কখনও রকস্টার হয়ে। আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান নাচে, গানে মাতিয়ে দিলেন।
সঙ্গে মিউজিক মায়েস্ত্রো এ আর রহমান। গাইলেন মা তুঝে সলাম, বন্দেমাতরম। তাঁর জয় হো গান শুনে গোটা গ্যালারি উদ্বেলিত। পারফরম্যান্স শেষ হয়ে যাওয়ার পরে মাঠের ধারে দাঁড়িয়ে রহম্যানিয়া দেখছিলেন রণবীর। কিন্তু জয় হো শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। দৌড়ে উঠে পড়লেন মঞ্চে। রহমানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে সুর মেলালেন।
আরও পড়ুন: হার্দিক-শামিদের বোলিং দাপটে ১৩০/৯ স্কোরে আটকে গেল রাজস্থান
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)