IPL Auction 2022 Live: ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে ওয়ার্নার
IPL Auction 2022 Live: গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময়ই আভাস দিয়েছিলেন যে দল ছাড়ছেন। সেই অনুযায়ী ডেভিড ওয়ার্নার (david warner) এবার নিলামে তুলেছিলেন নিজের নাম।
বেঙ্গালুরু: বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। মনে করা হয়েছিল অনেক দূর পর্যন্ত দর উঠবে বাঁহাতি অজি তারকার। কিন্তু মাত্র ৬ কোটি ২৫ লক্ষ টাকাতেই দিল্লি ক্যাপিটালস (delhi capitals) নিয়ে নিল ডেভিড ওয়ার্নারকে (david warner)। গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদে (sunrisers haydrabad) খেলার সময়ই আভাস দিয়েছিলেন যে দল ছাড়ছেন। সেই অনুযায়ী এবার নিলামে তুলেছিলেন নিজের নাম।
২০২১ মরসুমে আইপিএলে সানরাইজার্সের হয়ে ৮ ইনিংসে মাঠে নেমে ১৯৫ রান করেছিলেন। কিন্তু অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়িয়ে প্রথম একাদশেও নিজের জায়গা হারান। উল্লেখ্য়, ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বেই আইপিএল জিতেছিল সানরাইজার্স।
তবে আইপিএল আগেরবার ভাল না গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৮৯ রান করেছিলেন। ৪৮ এর ওপর গড় ছিল। ব্য়াগি গ্রিনদের বিশ্বকাপ জয়ের পেছনে ওয়ার্নারের অবদান ছিল। মনে করা হয়েছিল যে আইপিএলে ভালই দল পাবেন। তবে খুব অল্প দামেই তাঁকে দলে নিয়ে নিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের নিলামের প্রথম বিডের শেষে অবিক্রিত থেকে গেলেন শাকিব আল হাসান (shakib al hasan)। বাংলাদেশের (bangladesh) এই তারকা অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সে (kolkata knight riders) আগের মরসুমে খেলেছিলেন। এবার নিজের বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। কিন্তু তাঁকে কোনও দল এবারের নিলামে প্রথম বিডের পর নেয়নি। শুধু শাকিবই নন। চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাও এবার দল পাননি প্রথম দফার নিলাম পর্বের পর। নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন রায়নাও। কিন্তু তিনিও দল পেলেন না।
অন্য়দিকে বিদেশি তারকাদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন। শেষ মরসুম পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছে স্মিথকে। কিন্তু এবার তাঁকে নিতে প্রথম বিডের পর কেউ আগ্রহ দেখায়নি। ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয় ও দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলারও রয়েছেন এই তালিকায়। জেসন রয় ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন তাঁর। ডেভিড মিলার ১ কোটি টাকা রেখেছিলেন বেস প্রাইস।