IPL Points Table: ১৫ বছরের অভিশাপ কাটল, জয়ের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের ছবি পাল্টে দিল দিল্লি
IPL 2025: ২০১০ সালের পর থেকে আর চেন্নাইয়ে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ১৫ বছর পর সেই অভিশাপ কাটিয়ে উঠল দিল্লি।

চেন্নাই: আইপিএলে (IPL 2025) জয়ের হ্যাটট্রিক দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। প্রথম তিন ম্যাচ জিতে অভিযান শুরু করলেন অক্ষর পটেলরা। কাটিয়ে উঠলেন চেন্নাই কাঁটাও।
২০১০ সালের পর থেকে আর চেন্নাইয়ে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ১৫ বছর পর সেই অভিশাপ কাটিয়ে উঠল দিল্লি। চলতি আইপিএলে নিজেদের দুর্বে বারবার আক্রান্ত হচ্ছে সিএসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও চেন্নাইয়ে গিয়ে চেন্নাইকে হারিয়েছিল। ২০০৮ সালের উদ্বোধনী আইপিএলের পর আর কখনও চেন্নাইকে তাদের আস্তানায় হারাতে পারেনি আরসিবি। এবারের আইপিএলে সেই শাপমোচন হয়েছে বিরাট কোহলিদের।
সেই পথে হেঁটেই চেন্নাই কাঁটা উপড়ে ফেলল দিল্লিও। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট হল তাদের। অক্ষর পটেল, কে এল রাহুলদের রান রেটও ভাল। প্লাস ১.২৫৭। পাঞ্জাব কিংসকে সিংহাসনচ্যুত করল দিল্লি। আপাতত পাঞ্জাব রইল দ্বিতীয় স্থানে। ২ ম্যাচের ২টি জিতে ৪ পয়েন্ট শ্রেয়স আইয়ারদের। তবে শনিবার রাতেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলছে পাঞ্জাব কিংস। সেই ম্যাচে জিতে গেলে শ্রেয়সদেরও পয়েন্ট হবে ৬। রান রেটে এগিয়ে থাকলে শনিবারই নিজেদের সিংহাসন পুনরুদ্ধার করতে পারে পাঞ্জাব।
তিন ম্যাচের মধ্যে ২টি জিতে ৪ পয়েন্ট সহ আরসিবি রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। কোহলি, রজত পাতিদারদের নেট রান রেট +১.১৪৯। চার পয়েন্ট করে পেয়েছে আরও তিন দল - গুজরাত টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। এদের মধ্যে গুজরাত একটি ম্যাচ কম খেলেছে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট শুভমন গিলদের। আরসিবির চেয়ে রান রেটে পিছিয়ে থাকায় চারে গুজরাত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচে কেকেআর। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট হলেও রান রেটে সামান্য পিছিয়ে থাকায় ছয়ে রয়েছে লখনউ।
Hat-Trick of Wins ✅
— IndianPremierLeague (@IPL) April 5, 2025
Memorable win at Chepauk after 1⃣5⃣ years ✅@DelhiCapitals cap off a commanding 2⃣5⃣-run victory over #CSK 🥳
Scorecard ▶ https://t.co/5jtlxucq9j #TATAIPL | #CSKvDC pic.twitter.com/D9oWDI4hN2
৪টি দলের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট করে। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। রান রেটে এগিয়ে থাকায় মুম্বই রয়েছে সাতে। টানা তিন ম্যাচ হেরে সিএসকে আটে। ৯ নম্বরে রাজস্থান। দশে রয়েছে গতবারের ফাইনালিস্ট এসআরএইচ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
