এক্সপ্লোর
Advertisement
এও কী সম্ভব! ধোনির দুরন্ত ক্যাচ দেখে হতবাক ক্রিকেটপ্রেমীরা
বুধবার ডোয়েন ব্র্যাভোর বলে কলকাতা নাইটা রাইডার্সের শিবম মাভির ক্যাচ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করেন ধোনি।
আবু ধাবি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নিয়েছেন। তবে তাঁর উইকেটকিপিংয়ের দক্ষতায় যে বিন্দুমাত্র মরচে পড়েনি, তা ফের একবার প্রমাণ করে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলে ফের একটি অবিশ্বাস্য ক্যাচ নিলেন ক্য়াপ্টেন কুল।
বুধবার ডোয়েন ব্র্যাভোর বলে কলকাতা নাইটা রাইডার্সের শিবম মাভির ক্যাচ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করেন ধোনি। ব্র্যাভোর বল মাভির ব্যাটের কানা ছুঁয়ে উড়ে যাচ্ছিল প্রথম স্লিপের দিকে। ডানদিকে ঝাঁপিয়েও বলকে তালুবন্দি করতে পারেননি ধোনি। রান আটকানোর জন্য এমনিতেই তিনি ডানহাতের গ্লাভস খুলে নিয়েছিলেন। পরেছিলেন শুধু ইনার গ্লাভস। তাঁর ডানহাতে বল লেগে ফের ওপরে উঠে যায়। ধোনিও হাল ছাড়েননি। চার কদম দৌড়ে শরীর ভাসিয়ে দেন শূন্যে। বল মাটিতে পড়ার আগেই বাজপাখির মতো ছোঁ মেরে দুহাতে বল তালুবন্দি করেন তিনি।
ধোনির ক্যাচ দেখে নেটিজেনরা মুগ্ধ। সোশ্য়াল মিডিয়ায় তাঁর ক্যাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই বলতে থাকেন, এই বয়সেও ধোনির ক্ষিপ্রতা তরুণ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement