এক্সপ্লোর
KKR vs DC, LIVE IPL 2020 Final Score Updates: ব্যাটে নীতিশ-নারাইনের দাপট, বলে বিধ্বংসী বরুণ-কামিন্স, কেকেআর জয়ী ৫৯ রানে
নাইট বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।
![KKR vs DC, LIVE IPL 2020 Final Score Updates: ব্যাটে নীতিশ-নারাইনের দাপট, বলে বিধ্বংসী বরুণ-কামিন্স, কেকেআর জয়ী ৫৯ রানে KKR vs DC LIVE Score Updates IPL 2020 LIVE Updates Match 42: Kolkata Knight Riders vs Delhi Capitals IPL 13 Match Today KKR vs DC, LIVE IPL 2020 Final Score Updates: ব্যাটে নীতিশ-নারাইনের দাপট, বলে বিধ্বংসী বরুণ-কামিন্স, কেকেআর জয়ী ৫৯ রানে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/25010907/web-kkr-final-new.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আবু ধাবি: পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে চার নম্বরে রইল শাহরুখ খান-জুহি চাওলার দল। ব্যাট হাতে দলের রক্ষাকর্তা নীতিশ রানা ও সুনীল নারাইন হলে, বল হাতে নাইটদের জয়ের নায়ক বরুণ চক্রবর্তী।
শনিবার প্রথমে ব্যাট করে কেকেআর। দুই ওপেনার শুবমান গিল-রাহুল ত্রিপাঠি ও পরে দীনেশ কার্তিক, পরপর তিন উইকেট হারিয়ে এক সময় ৭.২ ওভারে ৪২/৩ হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে ঘুরে দাঁড়াল শাহরুখ খানের দল। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৪ রান তোলে কেকেআর। আর ব্যাট হাতে পাল্টা লড়াই করলেন নীতিশ রানা ও সুনীল নারাইন।
একসময় নিয়মিত ওপেন করে ঝোড়ো ব্যাটিং করতেন ক্যারিবিয়ান স্পিনার নারাইন। এই মরসুমেও শুরুর দিকের ম্যাচগুলিতে তিনিই ওপেন করছিলেন। তবে রান পাচ্ছিলেন না। তাই তাঁকে ওপেনিংয়ের দায়িত্ব থেকে সরানো হয়। শনিবার নারাইনকে পাঁচে নামিয়ে ফাটকা খেলেছিলেন অইন মর্গ্যান। মাত্র ৩২ বলে ৬৪ রান করে সেই কৌশলকে কার্যকরী করে তুললেন নারাইন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। রানা ৫৩ বলে ৮১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। দিল্লির বোলারদের মধ্যে কাগিসো রাবাডা, মার্কাস স্টোইনিস ও এনরিকে নর্ৎজে ২টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারাতে থাকে দিল্লি। ৩৮ বলে ৪৭ রান করে একমাত্র পাল্টা লড়াই করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। নির্ধারিত ২০ ওভারে ১৩৫/৯ স্কোরে আটকে যায় দিল্লি। নাইট বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)