Kolkata Knight Riders: গম্ভীরের বিকল্প বেছে নিল কেকেআর, দায়িত্ব পেলেন 'সফলতম' ক্রিকেটার
KKR Mentor: সদ্যই চোটের কারণে নির্ধারিত সময়ের আগেই অবসর ঘোষণা করে দিয়েছেন ডোয়েন্ ব্র্যাভো।
কলকাতা: গৌতম গম্ভীরের বিকল্প খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কেকেআরের নতুন মেন্টর হলেন প্রাক্তন বিশ্বজয়ী তারকা তথা একাধিকবার আইপিএল ট্রফি হাতে তোলা ডোয়েন ব্র্র্যাভো (Dwayne Bravo)। সরকারিভাবে আজই এই কথা কেকেআর ম্যানেজমেন্টের তরফে ঘোষণা করা হল।
গত মরশুমে কেকেআরে মেন্টর হিসাবে যোগ দিয়েই সোনা ফলিয়েছিলেন গম্ভীর। তাঁর তত্ত্বাবধানে প্রথম মরশুমেই খেতাব জিতেছিল কেকেআর। তবে তারপর থেকে অনেক কিছু বদলেছে। কেকেআর ছেড়ে জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। তাঁর বদলে কেকেআরের মেন্টর কে হবেন, সেই নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিলই। জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, কার কার নামই না শোনা যাচ্ছিল। তবে অবশেষে সেই জল্পনার এবার অবসান ঘটল। দায়িত্ব হাতে উঠল মাত্র কয়েক ঘণ্টা আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্যারিবিয়ান কিংবদন্তির।
ব্র্যাভোর অভিজ্ঞতার জুড়ি মেলা ভার। তিনি মোট ৫৮২টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। ৬৩১টি উইকেট নেওয়ার পাশাপাশি প্রায় সাত হাজার রানও করেছেন তারকা অলরাউন্ডার। তিনিই এই ফর্ম্যাটে ট্রফি জয়ের নিরিখে সর্বাধিক ট্রফি জিতেছেন। আইপিএলে দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের জার্সিতে নজর কেড়েছেন। একসময় আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও ছিলেন। গত মরশুমে সিএসকের বোলিং পরামর্শদাতার দায়িত্ব পালন করেছিলেন ব্র্যাভো। এবার তাঁর শিবির বদল ঘটল, বা হয়তো ঘটল না।
কেকেআরের হয়ে কোনওদিন না খেললেও, তিনি দীর্ঘদিন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। বহুদিন ধরে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিরই ক্যারাবিয়ানের দল ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ব্র্যাভো। জিতেছেন প্রচুর খেতাব। এবার আইপিএলে নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। নিজের নতুন দায়িত্ব পেয়ে ব্র্যাভো স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তাঁর কথাতেও নাইট পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘ সময়ের সম্পর্কের কথা উঠে আসে।
ব্র্যাভো বলেন, 'বিগত ১০ বছর ধরে সিপিএলে আমি ট্রিনবাগো নাইট রাইডার্সের অংশ। নাইট দলের হয়ে এবং বিভিন্ন লিগে তাদের বিরুদ্ধে খেলার ফলে ওরা যেভাবে কাজকর্ম করে, তা খুব কাছ থেকে দেখেছি এবং সেটাকে সম্মানও করি। কর্নধারের উচ্ছ্বাস, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব এংবং এখানকার পরিবেশ, সবই আমার ভাল লাগে। খেলোয়াড় থেকে মেন্টর, কোচ হওয়ার আমার পরবর্তী যে সফরটা শুরু হচ্ছে, সেটার জন্য এটা একেবারে আদর্শ জায়গা।'
সিইও বেঙ্কি মাইসোরও ব্র্যাভোর অভিজ্ঞতা, তাঁর জয়ের অদম্য ইচ্ছার প্রশংসা করেন। বেঙ্কি জানান ব্র্যাভো শুধু কেকেআর নয়, সিপিএল, মরুদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ, নাইট বাহিনীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরই অংশ থাকবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।