Kolkata Knight Riders: জল্পনাই সত্যি হল, পরবর্তী মরশুমের আগে বড় ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স
Abhishek Nayar: এই বছরের মাঝপথে ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরে অভিষেক নায়ারকে কেকেআরের ডাগআউটে দেখা গিয়েছিল।

কলকাতা: জল্পনাই সত্যি হল। ভারত তথা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের (Abhishek Nayar) কাঁধেই উঠল নাইটদের পরবর্তী প্রধান কোচ হওয়ার দায়িত্ব। বৃহস্পতিবার, ৩০ অক্টোবরই কেকেআরের তরফে সরকারিভাবে প্রধান কোচ হিসাবে অভিষেক নায়ারের নাম ঘোষণা করা হল।
এই বছরের মাঝপথে ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরে অভিষেক নায়ারকে কেকেআরের ডাগআউটে দেখা গিয়েছিল। কেকেআর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নায়ারের সম্পর্ক বহুদিনের। ২০২৪ সালের আইপিএলজয়ী কেকেআর দলের সাপোর্ট স্টাফের অঙ্গ ছিলেন নায়ার। দলের সহকারী কোচ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কেকেআরের অ্যাকাডেমির দায়িত্ব পালন করা এবং তরুণদের সাফল্য পেতেও ও নিজেদের উন্নত করতে সাহায্য করে এসেছেন তিনি। এবার সামনের মরশুম থেকে প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন নায়ার।
A new dawn is upon us 💜☀ pic.twitter.com/hQZLFSuaCm
— KolkataKnightRiders (@KKRiders) October 30, 2025
কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর নায়ারকে প্রধান কোচ হিসাবে দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে বলেন, '২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অঙ্গ, যে আমাদের ক্রিকেটারদের মাঠ ও মাঠের বাইরে না না ভাবে সাহায্য করেছে। ওর খেলাটা সম্পর্কে জ্ঞান এবং খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক আমাদের সাফল্য এবং উন্নতির অন্যতম প্রধান কারণ। ও প্রধান কোচ হিসাবে দলের দায়িত্ব নিচ্ছে এবং কেকেআরকে পরবর্তী অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাবে দেখে আমরা সকলেই উচ্ছ্বসিত।'
এই বছরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নেমেও কেকেআর নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানের তত্ত্বাবধানে সাফল্য পায়নি। এমনকী প্লে-অফে পর্যন্ত পৌঁছতে পারেনি নাইট রাইডার্স। এরপরেই নাইট শিবিরে রদবদল শুরু হয়। কানাঘুষো শোনা যাচ্ছিল যে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে অনেক ক্রিকেটারের মনোমালিন্য দেখা গিয়েছে। তার জন্য়ই দলে ভাঙনও ধরা পড়েছিল। এরপরই চন্দ্রকান্ত পণ্ডিতকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় গত জুলাইয়ে। দলের প্রধান কোচ হিসাবে বিগত তিন মরশুম দায়িত্বে থাকা চন্দ্রকান্ত পণ্ডিতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ভরত অরুণও বোলিং কোচের দায়িত্ব ছাড়েন। তারপরেই অভিষেক নায়ারকে পরবর্তী কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হল।
উল্লেখ্য, নতুন মরশুমের আগে নতুনভাবে আবারও দল সাজাতে চাইছে কেকেআর। আইপিএলের ট্রেড উইন্ডো বর্তমানে খোলা। নিলামের সপ্তাহখানেক আগে পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। এই উইন্ডোতে সঞ্জু স্যামসনের বড় তারকার দলবদলের খবর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের কেএল রাহুলও নাকি জার্সি বদল করতে পারেন। দুই তারকার সঙ্গেই কেকেআরের নাম জোড়া হয়েছে। তবে এখনও সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি।




















