এক্সপ্লোর
Advertisement
দুবার রাহুলের ক্যাচ ফেললেন বিরাট, ভেবেছিলাম ১৬০-১৭০ তাড়া করতে হবে, বললেন চহাল
পঞ্জাব ইনিংসের ১৭তম ওভার। ডেল স্টেইনের লো ফুলটস গ্যালারিতে ফেলতে গিয়েছিলেন রাহুল। ডিপ মিড উইকেটে বল চলে গিয়েছিল বিরাটের কাছে। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক। রাহুলের রান তখন ৮৩। তবে বিরাটের হতাশার সেখানেই শেষ নয়। পরের ওভারে নবদীপ সাইনির বলে একই জায়গায় ফের রাহুলের ক্যাচ ফেলেন কোহলি।
দুবাই: তিনি বিশ্বমানের ফিল্ডার। ফিটনেসে অনেকের কাছে উদাহরণ। তবে বৃহস্পতিবারের রাতটা ভুলতে চাইবেন ফিল্ডার বিরাট কোহলি! কারণ, তিনি দু-দুবার ফেললেন কে এল রাহুলের ক্যাচ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরিটা করে ফেললেন কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক।
পঞ্জাব ইনিংসের ১৭তম ওভার। ডেল স্টেইনের লো ফুলটস গ্যালারিতে ফেলতে গিয়েছিলেন রাহুল। ডিপ মিড উইকেটে বল চলে গিয়েছিল বিরাটের কাছে। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক। রাহুলের রান তখন ৮৩। তবে বিরাটের হতাশার সেখানেই শেষ নয়। পরের ওভারে নবদীপ সাইনির বলে একই জায়গায় ফের রাহুলের ক্যাচ ফেলেন কোহলি। রাহুলের তখন ৮৯ রান। শেষ পর্যন্ত ৬৯ বলে ১৩২ রান করেন রাহুল। পঞ্জাব তোলে ২০৬/৩।
পঞ্জাব ইনিংস শেষ হওয়ার পর আরসিবি স্পিনার যুজবেন্দ্র চহাল বলেন, ‘ভাবিনি এত রান হবে। ভেবেছিলাম ১৬০ বা ১৭০ রান তাড়া করতে হবে। তবে উইকেটটা ব্যাটিংয়ের পক্ষে দারুণ। আশা করছি আমরা রান তাড়া করতে পারব।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement