Harbhajan-Sreesanth slap gate: চড়ৃ-কাণ্ডের ভিডিও প্রকাশ্যে, ললিতদের 'অমানবিক' বলে আক্রমণ শ্রীসন্থের স্ত্রীর, জবাব দিলেন মোদি
Lalit Modi: শ্রীসন্থের স্ত্রীর অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে নিজেকে সত্যবাদী বলে দাবি করেন ললিত মোদি।

নয়াদিল্লি: ১৭ বছর আগে হরভজন সিংহ ও এস শ্রীসন্থের 'চড়কাণ্ড' ফের একবার চর্চায়। সদ্যই সেই ঘটনার র ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ললিত মোদি। তারপর থেকেই জল্পনা-কল্পনা, সমালোচনার অন্ত নেই। এই ভিডিও প্রকাশ করার জন্য শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী ললিত মোদি ও মাইকেল ক্লার্ককে 'অমানবিক' আখ্যা দিয়েছিলেন। এবার সেই সমালোচনার জবাব দিলেন ললিত মোদি (Lalit Modi)।
তিনি কেবল সত্যিটাই সামনে এনেছেন বলে দাবি করেন ললিত। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'আমি জানি না ও (এস শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী) কী কারণে আমার উপর ক্ষুব্ধ। আমায় একটা প্রশ্ন করা হয়েছিল এবং তার সঠিক উত্তরটা আমি দিয়েছি। সেই নিয়ে আমার কিছু করার নেই। সকলেই জানেন আমি সত্যি কথাই বলি। ওই ঘটনার শিকার হতে হয়েছিল শ্রীকে এবং আমি সেটাই বলেছি। এর আগে তো আমায় কেউ এই বিষয়ে কোনও প্রশ্নই করেননি। তাই যখন শেষমেশ ক্লার্ক এই প্রশ্নটা করে, আমি কেবল তার জবাব দিয়েছি।'
এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েন এস শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী শ্রীসন্থ। তিনি ললিত মোদি ও মাইকেল ক্লার্ককে অমানবিক আখ্যা দিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন ভুবনেশ্বরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, 'ললিত মোদি ও মাইকেল ক্লার্ক, তোমাদের লজ্জা করে না। কেবল নিজেদের পাবলিসিটি ও কয়েকটি ভিউ কুড়ানোর লক্ষ্যে ২০০৮ সালের একটি ঘটনাকে টেনে আন তোমারা, আর যাই হোক মানুষ হতে পার না। এই ঘটনার পর শ্রীসন্থ ও হরভজন সিংহ সবভুলে অনেকদূর এগিয়ে গিয়েছেন। বর্তমানে ওঁদের দুইজনের সন্তানরাই স্কুলে যায়। তা সত্ত্বেও তোমরা ওঁদের আবার ওই পুরনো ক্ষতটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছ। একেবারে জঘন্য, করুচিকর এবং অমানবিক।' এবার সেই মন্তব্যেরই জবাব দিলেন ললিত মোদি।
এই ঘটনায় হরভজনের কড়া শাস্তিও হয়েছিল। তাঁকে সেই আইপিএলের বাকি মরশুম থেকে নির্বাসিত করার পাশাপাশি ১১ ম্যাচের জন্যও নির্বাসিত করা হয়। হরভজন দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর ম্যাচ থেকে প্রাপ্ত বেতনও কাটা গিয়েছিল। সেই ঘটনার পর অনেকটা সময় কেটে গেলেও, এর ভিডিও প্রকাশ্যে আসতেই কিন্তু ফের একবার এই নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে তারপর ১৭ বছর কেটে গিয়েছে। এতদিন পরে আবার কেন এই বিষয়টা টেনে নিয়ে আসা হচ্ছে, সেই নিয়েই শ্রীসন্থের স্ত্রীর ক্ষোভ।




















