Manoj Tiwary On Mustafizur: খেলোয়াড়েরা অনেক সময় রাজনীতির মধ্যে পড়ে যায়, মুস্তাফিজুরকে ছেঁটে ফেলায় খুশি মনোজ
IPL 2026: খেলোয়াড়েরা অনেক সময় এই সব দুর্ঘটনার কারণে রাজনীতির মধ্যে পড়ে যায়। এতে ওর কিছু করার নেই। বলছেন মনোজ।

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ পেয়ে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুরের ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। দেশ জুড়ে যা নিয়ে বিতর্ক।
আর এর মাঝেই রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ার বললেন, 'আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কেকেআরের। হয়তো ভারত সরকারের কাছ থেকে নির্দেশটা এতদিন পাননি বলে দেরি হল। আজকে চারপাশ থেকে এত প্রতিবাদ আসছে তাই হয়তো চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা সঠিক নির্ণয়।'
এরপরই মনোজের উপলব্ধি, 'খেলোয়াড়েরা অনেক সময় এই সব দুর্ঘটনার কারণে রাজনীতির মধ্যে পড়ে যায়। এতে ওর কিছু করার নেই।' যোগ করেছেন, 'প্লেয়ার যদি খেলতে চায় আর ওদের দেশে এই ধরনের ঘটনা ঘটায় ওখানকার মানুষরা, তাহলে প্লেয়ারের কিছু করার নেই। যেহেতু এটা ওদের দেশে হয়েছে তাই এটা সঠিক সিদ্ধান্ত বাংলাদেশি ক্রিকেটারেরা যেন কেউ আইপিএলে না খেলে। তাহলেই হিন্দু হিসাবে যে সম্মান দেওয়ার একটা ব্যাপার থাকে মৃতদের পরিবারের প্রতি, সেটা আমরা দিতে পারি।'
সমালোচনার ঝড় ওঠার পর আইপিএল (IPL 2026) থেকে ছেঁটে ফেলা হল বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। কলকাতা নাইট রাইডার্সকে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হল, ছেড়ে দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারকে। আইপিএলের (IPL 2026) মিনি নিলাম থেকে ঘর গুছিয়ে নেওয়ার পরেও জোর ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ পেয়ে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দিচ্ছে শাহরুখ খানের কেকেআর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে। মুস্তাফিজুরের বিকল্প ক্রিকেটার নেওয়ার জন্যও অনুমতি দিয়েছে BCCI । সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। বদলে অন্য কোনও প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে।
২০১৬ সাল থেকে আইপিএলে খেলছেন মুস্তাফিজুর। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মতো দলে খেলেছেন। কাটারের জন্য বিখ্যাত এই বাঁহাতি ফাস্টবোলার আইপিএলে ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। মিনি নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। আগামী আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল তাঁর।




















