Dinda On Mustafizur: ভারত থেকে টাকা কামিয়ে যাবে, আর বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হবে বরদাস্ত করা যায় না: ডিন্ডা
IPL 2026: আইপিএলের নিলাম থেকে দলে নিলেও বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কলকাতা: শনিবার সকাল থেকে গোটা দেশ একটা বিতর্কে তোলপাড়।
আইপিএলের নিলাম থেকে দলে নিলেও বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চাপের মুখে বোর্ডের সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে কেকেআর। বাংলাদেশের ফাস্টবোলারকে যে ছেড়ে দেওয়া হচ্ছে, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে কেকেআর।
তারপরই শুরু হয়েছে বিতর্ক। একদল কেকেআরের মুস্তাফিজুরকে নেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন। এমনকী, কাঠগড়ায় তোলা হচ্ছে কেকেআর মালিক শাহরুখ খানকে। আবার অন্য এক দল প্রশ্ন করছে, কেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রশ্ন করা হচ্ছে না। কেন আইপিএলের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের রাখা হয়েছিল। কেন জয় শাহ সব জেনেও তখন চুপ করে রইলেন।
এসবের মাঝেই কেকেআরের মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করলেন প্রাক্তন ভারতীয় ফাস্টবোলার অশোক ডিন্ডা। যিনি ক্রিকেট থেকে অবসরের পর কোচিংও করান।
বাংলার প্রাক্ত ফাস্টবোলার বলেছেন, 'বাংলাদেশে দীপু দাসকে যেভাবে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছিল, তার প্রতিবাদ করেছিল গোটা বিশ্ব। সেই সময় আমি বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিলাম, বিসিসিআইয়ের পদক্ষেপ করা উচিত যাতে বাংলাদেশের কোনও প্লেয়ার আইপিএলে না খেলে। ভারতে এসে খেলবে, ভারত থেকে টাকা উপার্জন করে বাংলাদেশে যাবে, আর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে সেটা বরদাস্ত করা যাবে না।'
তিনি যে এ ব্যাপারে আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন, স্পষ্ট করে দিয়েছেন ডিন্ডা। বলেছেন, 'তাই সংবাদমাধ্যমের মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিলাম। বোর্ড সেটাই করেছে। মুস্তাফিজুরকে কেকেআরের হয়ে আইপিএলে খেলা বন্ধ করা হয়েছে। আমি এ-ও বলেছিলাম, মুস্তাফিজুর খেললে ইডেনে আইপিএলের খেলা সমস্ত দর্শক বয়কট করবে। তাই খবরটা পেয়ে আমি আনন্দিত।'
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্দেশের পর বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কেনা ক্রিকেটারকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে শাহরুখ খানের দল। বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন ও ভারত বিদ্বেষী প্রবল হাওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না প্রাক্তন জাতীয় নির্বাচক তথা বাংলার রঞ্জি ট্রফি জয়ী দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'এখানে খেলোয়াড় কী দোষ করল? গোটা ব্যাপারটাই রাজনৈতিক হয়ে যাচ্ছে। যেটা ক্রিকেটের পক্ষে খুব একটা শুভ লক্ষ্মণ নয়। আমি মনে করি মুস্তাফিজুর রহমান খুব সাধারণ ঘরের ছেলে। ভাল খেলছিল। ওই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে আইপিএলে দল পেয়েছে। এর সঙ্গে রাজনীতির ব্যাপারটা গুলিয়ে ফেলা খুব দুঃখজনক।'




















