IPL 2024: কেকেআরের বিরুদ্ধে কি মাঠে নামবেন ময়ঙ্ক? তরুণ ফাস্ট বোলারের ফিটনেস আপডেট দিলেন ল্যাঙ্গার
Mayank Yadav: এবারের আইপিএলে চার ম্যাচ খেলে সাতটি উইকেট নিয়েছেন ময়ঙ্ক যাদব।
লখনউ: নিজের আইপিএলের (IPL 2024) প্রথম দুই ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ। নিজের আগুনে গতির বোলিংয়ে সকলের নজর কেড়েছিলেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। তবে তাঁর আইপিএল সফর সম্ভবত শেষ। অন্তত লখনউ সুপার জায়ান্টস কোচ জাস্টিন ল্যাঙ্গারের (Justin Langer) কথাতে তেমনই পূর্বাভাস মিলল।
আইপিএলের তৃতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেই পেশিতে টান লাগে ময়ঙ্কের। তার জেরে পাঁচ ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছিল তরুণ ফাস্ট বোলারকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে বহু কাঙ্খিত প্রত্যাবর্তন ঘটান। সেই ম্যাচে এক উইকেটও পান ময়ঙ্ক। তবে নিজের স্পেল শেষ করার আগেই মাঠ ছাড়তে হয় তাঁকে। আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামছে ময়ঙ্কের দল। সেই ম্যাচের আগেই সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গার জানান ময়ঙ্কের তলপেটের একটা পেশি হালকা ছিঁড়ে গিয়েছে।
তিনি বলেন, 'ওর স্ক্যান করা হয়েছে। গতবার যেখানে চোট লেগেছিল, সেই জায়গার আশেপাশেই অল্প অংশ ছিঁড়ে গিয়েছে। আমরা সকলেই ওর দক্ষতা এবং ম্যাচে ও কতটা প্রভাব ফেলতে পারে সেটা দেখেছি। তাই এটা খুবই দুর্ভাগ্যজনক। ফাস্ট বোলারদের নিয়ে সবসময়ই চর্চা হবে। তবে ও বুমরার সঙ্গে কথা বলেছে এবং বুমরা কিন্তু ওকে স্পষ্টই বলেছে যে তরুণ ফাস্ট বোলার হিসাবে সফরে মাঝেসাঝেই চোটআঘাত আসবে। আমি নিজেও মনে করি যে ফাস্ট বোলাররা ২৫ বা ২৬ বছরের আগে পর্যন্ত চোটআঘাতের কবলে পড়ে। দুর্ভাগ্যবশত এটাই সত্যি। দুর্দান্ত রিহ্যাবের পর ও মুম্বই ম্যাচে নেমেছিল। ম্যাচের আগেও কয়েকটি বল করে। সেই সময় কিন্তু কোনওরকম ব্যথা অনুভব করেনি ও। তাই এটা ও তো বটেই আমাদের গোটা দলের জন্যই দারুণ দুর্ভাগ্য়জনক যে ওকে সম্ভবত বাকি টুর্নামেন্টে আর দেখতে পাওয়া যাবে না।'
ময়ঙ্ক চার ম্যাচ খেলেই সাত উইকেট নিয়েছিলেন। তিনি না থাকলে যে লখনউয়ের জন্য তা বড় ধাক্কা, সেটা বলাই বাহুল্য। তবে ময়ঙ্কের চোটের দায় কিন্তু লখনউয়ের উপরেই চাপাচ্ছেন ল্যাঙ্গারের প্রাক্তন সতীর্থ ব্রেট লি। তাঁর স্পষ্ট কথা, 'ময়ঙ্কের সাইড স্ট্রেন বা যাই হয়ে থাকুক না কেন, সারতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। আমরা জানি না পেশির টানটা কতটা গুরুতর ছিল। কিন্তু ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করছে, এরকম কারও কাছে এভাবে চোটের শুশ্রূষা মোটেও ভাল নয়। চোট সারিয়ে মাঠে ফিরে প্রথম ম্যাচেই ফের পুরনো জায়গায় চোট পাওয়ার দায় দল ও তাদের মেডিক্যাল ইউনিটকেই নিতে হবে।'
ময়ঙ্কের মতো প্রতিভাবান তরুণকে আবার মাঠে দেখার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কবে তিনি ফেরেন, এবার সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রুতুরাজের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন কোহলি, দৌড়ে আর কারা?