MI vs GT: মুম্বই ম্যাচে স্ট্যান্ডে রণবীর, রোহিতের ছক্কায় বলি তারকার সেলিব্রেশন ভাইরাল
IPL 2022 MI vs GT: রোহিত শর্মা ছক্কা হাঁকালেই সঙ্গে সঙ্গে ক্যামেরা তাক করেছিলেন রণবীরের দিকে। সেই সময় দেখা গেল তাঁকে গলা ফাটিয়ে রোহিতের হয়ে গলা ফাটাতে।
মুম্বই: তিনি বরাবরই ক্রিকেট প্রেমী। এর আগেও বিশ্বকাপের মঞ্চে মাঠে দেখা গিয়েছিল তাঁকে। এবার আইপিএলের ম্যাচে স্ট্যান্ডে দেখা গেল বলিউড অভিনেতা রণবীর সিংহকে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সমর্থন করতে মাঠে এসেছিলেন এই বলি তারকা। রোহিত শর্মা ছক্কা হাঁকালেই সঙ্গে সঙ্গে ক্যামেরা তাক করেছিলেন রণবীরের দিকে। সেই সময় দেখা গেল তাঁকে গলা ফাটিয়ে রোহিতের হয়ে গলা ফাটাতে।
'কুল' লুকে স্ট্য়ান্ডে রণবীর
ফ্যাশন নিয়ে বরাবরই সচেতন রণবীর সিংহ। বলিউডের এই তারকা অভিনেতাকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পোশাকে দেখা গিয়েছে এর আগেও। এদিন আইপিএলের ম্যাচ দেখতে এসেছিলেন রণবীর একেবারে কুল লুকে। প্রিন্টেড শার্ট, চোখে গগলস ও মাথায় একটি সাদা টুপি পরে এসেছিলেন রণবীর। ক্যামেরা তার দিকে তাক করতেই গ্যালারিও চেঁচিয়ে ওঠে।
আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮ ম্যাচ জিতেছে গুজরাত টাইটান্স। ২ টো ম্যাচ হেরেছে তারা। পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে হার্দিক পাণ্ড্যর দল। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের একমাত্র জয় এবার পেয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এখও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৮ ম্যাচ জিতেছে রোহিত বাহিনী।
গুজরাত টাইটান্স: আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে হার্দিক পাণ্ড্যর দলকে। টপ অর্ডারে ঋদ্ধিমান সাহা দ্রুত রান তোলার কাজ করলেও ফর্মে নেই শুভমন গিল। যা কিছুটা চাপে ফেলছে মিডল অর্ডারকে। আগের ম্যাচ যেমন মিলার রান পাননি। যার ফলে প্রথমে ব্য়াট করে বড় রানও তুলতে পারনি গুজরাত। হার্দিক প্রতি ম্য়াচে সমানভাবে রান পাচ্ছেন না। লোয়ার অর্ডারে কিছুটা ভরসার জায়গা রশিদ খানের উপস্থিতি। তবে গত ২-৩ ম্যাচ বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি আফগান তারকা।
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মার নেতৃত্বে এবারের টুর্নামেন্ট একদমই ভাল যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের। তবুও শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয় এসেছে। কিন্তু মুম্বইয়ের মূল চিন্তা রোহিতের ফর্ম। ব্যাট হাতে চূড়়ান্ত ফ্লপ হিটম্যান। এরমধ্যে গতকাল ছিটকে গিয়েছেন টাইমাল মাইলস যা বোলিং বিভাগে কিছুটা ধাক্কা দেবে মুম্বইকে। বুমরার ফর্মে ফেরাও খুব জরুরি মুম্বইয়ের জন্য। আগামী ম্যাচগুলোয় রিজার্ভ বেঞ্চ একবার পরখ করে নিতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা।