Mumbai Indians: মুম্বই অনুশীলনে রোহিতকে দেখেই জড়িয়ে ধরলেন হার্দিক, ভাইরাল হল ভিডিও
Rohit Sharma: আইপিএলের সফলতম অধিনায়র তথা ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কর্তৃপক্ষ হার্দিক পাণ্ড্যর হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে।
মুম্বই: আইপিএল মরশুম (IPL 2024) শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে চর্চার অন্যতম প্রধান বিষয় হল দলের অধিনায়কত্ব বদল। আইপিএলের সফলতম অধিনায়র তথা ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কর্তৃপক্ষ হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে। দুইজনেক সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তা পল্টনদের অনুশীলনেই স্পষ্ট হয়ে গেল।
গত নভেম্বরেই ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাত টাইটান্স ছেড়ে হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন ঘটান। তাঁকে দলের অধিনায়কও ঘোষণা করা হয়। ব্যাটার রোহিতকে স্বাধীনতা দিতেই এই সিদ্ধান্ত বলে জানান দলের কোচ মার্ক বাউচার। এই ঘটনার পর রোহিত, হার্দিকের পারস্পরিক সম্পর্ক নিয়েও বিস্তর জলঘোলা হয়। তবে দলের অনুশীলনে কোথায় কী! মুম্বইয়ের অনুশীলনে রোহিতকে দেখতে পেয়েই এগিয়ে যান হার্দিক পাণ্ড্য। তারপরেই চলে আলিঙ্গন পর্ব। দুই তারকা বেশ হাসিমুখে খানিক কথাও বলেন।
𝟰𝟱 🫂 𝟯𝟯#OneFamily #MumbaiIndians | @hardikpandya7 @ImRo45 pic.twitter.com/eyKSq7WwCV
— Mumbai Indians (@mipaltan) March 20, 2024
হার্দিককে মরশুমের প্রথম সাংবাদিক বৈঠকেও রোহিতের প্রসঙ্গে সওয়াল করা হয়। সেখানে কিন্তু হার্দিক স্পষ্টভাবে জানিয়ে দেন যে রোহিত তার পাশেই আছেন এবং ওর সাহায্য নিয়েই দলকে এগিয়ে নিয়ে যাবেন হার্দিক। তিনি বলেন, 'আমি সাফল্যের সময় নিজেকে নিয়ে মাতামাতি করি না। ব্যর্থতার সময় নিজের ওপর আস্থা হারাই না। সেটাই আমার পদ্ধতি আর আমি বিশ্বাস করি গোটা কেরিয়ারে এই ব্যাপারটা আমাকে খুব সাহায্য করেছে। আলাদা কিছু হবে না কারণ ও (পড়ুন রোহিত) তো আছেই। ও জাতীয় দলেরও অধিনায়ক আর সেই ব্যাপারটা আমাদের পক্ষে ভাল হবে কারণ ও এই দলকে সমস্ত সাফল্য দিয়েছে। ও যেটা শুরু করেছিল, সেটাকেই আমি এগিয়ে নিয়ে যাব। আমি জানি গোটা মরশুমে ওর ভরসার হাত আমার কাঁধে থাকবে।'
মুম্বই ইন্ডিয়ান্স রবিবার, ২৪ মার্চ নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে। প্রতিপক্ষ, হার্দিকেরই প্রাক্তন দল গুজরাত টাইটান্স। বিগত দুই মরশুমে মুম্বই ভাল পারফর্ম করতে পারেনি। নেতৃত্ব বদলে সাফল্য আসে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ঠিক যেন কোহলি! আরসিবির নেটে বিরাটকে অবিকল নকল করে ভাইরাল ম্যাক্সওয়েল