PBKS vs SRH, Fantasy 11 Predictions: গেলকে থামাতে আজ ওয়ার্নারের অস্ত্র কি রশিদ?
PBKS vs SRH Fantasy 11 Team Prediction: আইপিএলে আজ দুটি ম্য়াচ। যার প্রথমটিতে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি পয়েন্ট টেবিলের নীচে থাকা দুই দল। পঞ্জাব কিংস তাদের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে তারা। আর তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলে সকলের নীচে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
চেন্নাই: আইপিএলে আজ দুটি ম্য়াচ। যার প্রথমটিতে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি পয়েন্ট টেবিলের নীচে থাকা দুই দল। পঞ্জাব কিংস তাদের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে তারা। আর তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলে সকলের নীচে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই আজকের ম্যাচে যারা জিতবে, প্লে অফের দৌড়ে তারা পেয়ে যাবে কিছুটা অক্সিজেন।
প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে জেতা ছাড়া উপায় নেই হায়দরাবাদের। তবে ডেভিড ওয়ার্নারদের সবচেয়ে বেশি চিন্তার কারণ কেন উইলিয়ামসনের চোট। কিউয়ি অধিনায়কের চোট না সারায় তিনি এখনও পর্যন্ত এবারের আইপিএলে একটা ম্যাচেও খেলতে পারেননি। তিনি সুস্থ না হলে আজ ব্যাটিংয়ে কিছু পরিবর্তন করতে পারে হায়দরাবাদ। মিডল অর্ডার সামলাতে কেদার যাদবকে খেলানো হতে পারে বিরাট সিংহের পরিবর্তে। আগের ম্যাচে একটা সময় ভাল জায়গায় থেকেও হেরে যেতে হয়েছিল হায়দরাবাদকে। ফিনিশারের সমস্যা ভোগাচ্ছে তাঁকে। শুরুতে ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ফর্মে আছেন। কিন্তু তাঁদের পর ব্যাটিংয়ের হাল ধরার জন্য আর কেউ সেভাবে এগিয়ে আসতে পারছেন না। বিজয় শঙ্করকে নিয়ে অনেক আলোচনা হলেও এখনও পর্যন্ত বলার মতো কিছুই করেননি তিনি।
অন্যদিকে পঞ্জাবও কিছুটা একইরকম সমস্যায়। শুরুতে রাহুল ও ময়ঙ্ক এবং তারপর ক্রিস গেল। মাঝের ওভারগুলোয় দলকে টানার মতো আর কাউকে পাওয়া যাচ্ছে না। তবে শেষের দিকে ব্যাট হাতে কিছুটা ভরসা শাহরুখ খান। কেমন হতে পারে আজ দুই দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক।
সম্ভাব্য দল:
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, কেদার যাদব, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, মুজিব উর রহমান ও খলিল আমেদ।
পঞ্জাব কিংস: কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়ঙ্ক অগ্রবাল, ক্রিস গেল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, জলজ সাক্সেনা, ঝাই রিচার্ডসন, মহম্মদ শামি, রবি বিষ্ণোই ও অর্শদীপ সিংহ।