PBKS vs SRH, 1st Innings Score: ব্যর্থ গেল-রাহুল, পঞ্জাব শেষ মাত্র ১২০ রানে
PBKS vs SRH, IPL 2021 1st Innings Highlights: চেন্নাইয়ে টস জিতে প্রথম ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। যদিও সেই সিদ্ধান্তকে মর্যাদা দিতে ব্যর্থ পঞ্জাবের ব্যাটসম্যানেরা। বরং চিপকের মন্থর পিচে ছড়ি ঘোরালেন সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা।
![PBKS vs SRH, 1st Innings Score: ব্যর্থ গেল-রাহুল, পঞ্জাব শেষ মাত্র ১২০ রানে PBKS vs SRH Score IPL 2021 Live Score Punjab Kings vs Sunrisers Hyderabad first innings score highlights PBKS vs SRH, 1st Innings Score: ব্যর্থ গেল-রাহুল, পঞ্জাব শেষ মাত্র ১২০ রানে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/21/46ace87375748bb71d94ff8e68f614de_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: পরপর তিন ম্যাচে ব্যাটিং বিপর্যয় পঞ্জাব কিংসের। দলে ব্যাটসম্যানদের তালিকায় ক্রিস গেল, কে এল রাহুলের মতো নাম। বিশ্বক্রিকেটে যাঁদেরকে সমীহ করে না, এমন বোলার খুঁজে পাওয়া দুষ্কর। তার পরেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাব আটকে গেল মাত্র ১২০ রানে। পুরো ২০ ওভার শেষ হওয়ার আগেই। ১৯.৪ ওভারে ১২০ রানে অল আউট হয়ে গেল প্রীতি জিন্টার দল।
ব্যাট হাতে ব্যর্থ হলেন কে এল রাহুল (৬ বলে ৪ রান), ক্রিস গেল (১৭ বলে ১৫ রান)। ব্যাট হাতে কিছুটা লড়াই করলেন ময়ঙ্ক অগ্রবাল ও শাহরুখ খান। ওপেন করতে নেমে ময়ঙ্ক ২৫ বলে ২২ রান করলেন। আর পরের দিকে নেমে শাহরুখ ১৭ বলে দুটি ছক্কা মেরে ২২ রান করলেন। এছাড়া পঞ্জাব ব্যাটসম্যানদের মধ্যে বলার মতো কেউই কিছু করেননি। যার নিট ফল, নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই শেষ পঞ্জাবের ইনিংস।
চেন্নাইয়ে টস জিতে প্রথম ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। যদিও সেই সিদ্ধান্তকে মর্যাদা দিতে ব্যর্থ পঞ্জাবের ব্যাটসম্যানেরা। বরং চিপকের মন্থর পিচে ছড়ি ঘোরালেন সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। সেরা খলিল আমেদ। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন খলিল। তাঁর শিকারের তালিকায় ময়ঙ্ক, শাহরুখ ও ফাবিয়েন অ্যালেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট অভিষেক শর্মার। ভুবনেশ্বর কুমার এক উইকেট পেলেও তিন ওভারে দিয়েছেন মাত্র ১৬ রান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে এক উইকেট আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের। একটি উইকেট পেয়েছেন সিদ্ধার্থ কৌল।
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের নীচে থাকা দুই দলের লড়াই। পঞ্জাব কিংস তাদের প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে তারা। আর তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলে সকলের নীচে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই আজকের ম্যাচে যারা জিতবে, প্লে অফের দৌড়ে তারা পেয়ে যাবে কিছুটা অক্সিজেন। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে জেতা ছাড়া উপায় নেই হায়দরাবাদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)