RCB vs GT, Match Highlights: ফের বিধ্বংসী তেওয়াটিয়া, আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে লিগ শীর্ষে গুজরাত
IPL 2022: শেষ পর্যন্ত কার্যত একপেশেভাবে ম্যাচ জিতে নিল গুজরাত। তিন বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেলেন হার্দিক পাণ্ড্যরা।
মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli)-রজত পাতিদারের (Rajat Patidar) হাফসেঞ্চুরির সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) প্রথমে ব্যাট করে ১৭০/৬ তোলার পর মনে করা হয়েছিল যে, গুজরাত টাইটান্সকে অগ্নিপরীক্ষা দিতে হবে।
একপেশে জয়
কিন্তু শেষ পর্যন্ত কার্যত একপেশেভাবে ম্যাচ জিতে নিল গুজরাত। তিন বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেলেন হার্দিক পাণ্ড্যরা। ৯ ম্যাচের শেষে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে গুজরাত। প্লে অফের যোগ্যতা কার্যত পেয়েই গিয়েছে তারা।
রান তাড়া করতে নেমে ফের গুজরাতের হয়ে ছন্দে ঋদ্ধিমান সাহা। ইনিংস ওপেন করতে নেমে ২২ বলে ২৯ রান করলেন তিনি। চারটি বাউন্ডারি মেরেছেন বঙ্গ তারকা। তাঁকে যোগ্য সঙ্গত করেন শুভমন গিল। ২৮ বলে ৩১ রান করেন তিনি। দুই ওপেনার মিলে ৭.৩ ওভারে ৫১ রান যোগ করেন। শুভমনকে ফেরান শাহবাজ আমেদ। হার্দিক পাণ্ড্যর উইকেটও তুলে নেন তিনি। বাংলার স্পিনারের দাপটে এক সময় ৯৫/৪ হয়ে গিয়েছিল গুজরাত। সেখান থেকে ম্যাচের রাশ ফের নিজেদের হাতে তুলে নেন ডেভিড মিলার ও রাহুল তেওয়াটিয়া। ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন মিলার। ২৫ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন রাহুল। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
যুগলবন্দি
বিরাট কোহলি ও রজত পাতিদার। দুই ব্যাটারের শাসনে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭০/৬ তুলল আরসিবি। হার্দিক পাণ্ড্যদের সামনে জয়ের লক্ষ্য ১৭১ রানের। যে রান তুলতে মহম্মদ সিরাজ-হর্ষল পটেলদের বিরুদ্ধে লড়াই করতে হবে ঋদ্ধিমান সাহাদের।
অনু-প্রেরণা
গ্যালারিতে বসে খেলা দেখছিলেন অনুষ্কা শর্মা। ডেনিম জিন্স, সবুজ ক্রপ টপ, সাদা শার্ট, চোখে রোদচশমা। অনুষ্কাকে আকর্ষণীয় দেখাচ্ছিল। ক্যামেরা তাঁর দিক থেকে সরানো গেল না, যখন হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন কোহলি। যেন বিরাটের মতোই স্বস্তি পেলেন বলিউডের হার্টথ্রবও। গত কয়েক মাস তাঁর কাছেও যে অগ্নিপরীক্ষার মতোই ছিল। কোহলির আরসিবি নেতৃত্ব ছেড়ে সরে দাঁড়ানো, জাতীয় দলের অধিনায়কের পদ ছেড়ে দেওয়া, সব মিলিয়ে কঠিন সময় গিয়েছে। যে সময় কোহলির পাশেই ছিলেন অনুষ্কা। শনিবার কোহলির হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই গ্যালারিতে দাঁড়িয়ে চিৎকার করলেন অনুষ্কা, হাততালি দিলেন, উৎসাহ দিলেন কোহলিকে।
যদিও শেষ পর্যন্ত হতাশ হয়ে মাঠ ছাড়তে হল কোহলি-ফাফ ডুপ্লেসিদের।