IPL 2024: পোডিয়ামে সেলিব্রেশন থেকে ট্রফি জড়িয়ে শান্তির ঘুম, মেসিকে নকল করলেন শ্রেয়স?
KKR Captain Shreyas Iyer: গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ১০.৩ ওভারেই ম্য়াচ জিতে যায় নাইট রাইডার্স।
চেন্নাই: ২০২২ বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। সেদিন পোডিয়ামে ট্রফি নিয়ে অভিনব সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। আর্জেন্তিনা দলের অধিনায়ক তাঁর সতীর্থদের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে তা নিয়ে নাচতে নাচতে পোডিয়ামে উঠে আসেন। সতীর্থরা এমন করে অপেক্ষা করছিলেন যেন ট্রফিটা শুধু একবার ছুঁয়ে দেখার জন্য পাগল তারা। গতকাল যেন সেই মুহূর্তটা ফিরে এসেছিল চিপকে। ফিরিয়ে আনলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ-র থেকে ট্রফি হাতে নিয়েই পোডিয়ামে ওঠার আগে নেচে নেচে আসছিলেন শ্রেয়স। এদিকে পোডিয়ামে তখন রিঙ্কু, রানা, রমনদীপ, হর্ষিতরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন সোনালি চকচকে ট্রফিটা হাতে পাবেন তাঁরা। খেতাব হাতে পাওয়ার পরই সেলিব্রেশনে মেতে ওঠেন সবাই।
View this post on Instagram
কেকেআরের সোশ্য়াল মিডিয়ায় এই পোস্ট করার পরই অনেকেই এই দৃশ্যের সঙ্গে মেসির বিশ্বজয়ের সেলিব্রেশনের মিল খুঁজে পাচ্ছেন। অনেকে তো আবার কমেন্ট বক্সে বলেন যে মেসিকে নকল করছেন শ্রেয়স। কেকেআরের তরফে আরও একটি ছবিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায় যে ট্রফি নিয়ে শান্তিতে ঘুমিয়ে আছেন শ্রেয়স। মেসির এমন একটি ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কেকেআর ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ''চ্যাম্পিয়নের সকাল কেমন হতে পারে''
View this post on Instagram
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এর আগে দিল্লি ক্যাপিটালস ২০২০ মরশুমে আইপিএল ফাইনালে জায়গা করে নিয়েছিল। যদিও সেবার ট্রফি জিততে পারেননি তিনি। কিন্তু কেকেআর দলের দায়িত্ব নেওয়ার পর এবার তাঁদের চ্যাম্পিয়ন করলেন। গত মরশুমে চোটের জন্য ছিলেন না দলের সঙ্গে। নীতিশ রানা নেতৃত্বভার সামলেছিলেন। কিন্তু আশানুরুপ পারফরম্য়ান্স করতে পারেনি কেকেআর। তবে এবার শ্রেয়স ফিরে আসতেই দল যেন পুরো চাঙ্গা হয়ে নেমেছিল। আর তার ওপর গৌতম গম্ভীরেরর কেকেআর দলের মেন্টর হয়ে যোগ দেওয়া যেন পুরো আইসিং অন দ্য কেক।