SRH vs LSG Live Score: পুরান-মার্শের ব্যাটে তাণ্ডব, হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয় পন্থদের, ম্যাচের লাইভ আপডেট
Sunrisers Hyderabad vs Lucknow Super Giants: বিধ্বংসী হায়দরাবাদকে আটকে দিল লখনউ। ২৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় লখনউয়ের।

Background
হায়দরাবাদ: গত মরশুম থেকেই সানরাইজার্স হায়দরাবাদ বিধ্বংসী ফর্মে। গোটা শিবিরটাই প্যাট কামিন্সের নেতৃত্বে একের পর এক জয় ছিনিয়ে নিয়েছে। গত মরশুমে ফাইনালে কেকেআরের কাছে অল্পের জন্য আটকে যেতে হয়েছিল। কিন্তু চলতি মরশুমে শুরুটা ফের দুরন্ত হয়েছে কমলা বাহিনীদের। প্রথম ম্য়াচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে ২৮৬ রান বোর্ডে তুলে নিয়েছিল সানরাইজার্স। আজ নিজেদের ঘরের মাঠে আরও একবার নামতে চলেছে হায়দরাবাদ শিবির। এবার সামনে লখনউ সুপারজায়ান্টস।
এবারের নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপারজাায়ন্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অঙ্কের অর্থ পেয়েছেন পন্থ। কিন্তু প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দল তো হেরেইছে, এমনকী নিজের পারফরম্য়ান্সও একেবারেই ভাল ছিল না পন্থের। ব্যাট হাতে রান পাননি। উইকেটের পেছনেও স্টাম্পিং মিস করেছেন। দলের হারও বাঁচাতে পারেননি। এই পরিস্থিতিতে আজ চলতি টুর্নামেন্টে লখনউ অধিনায়ক হিসেবে প্রথম জয়ের খোঁজে পন্থও।
সানরাইজার্সের জার্সিতে অভিষেক ম্য়াচেই শতরান হাঁকিয়েছিলেন ঈশান কিষাণ। কিন্তু ফিল্ডিংয়ের সময় চোট পান রাজস্থান ম্য়াচে। ১৮ তম ওভারে শেষ বলে বাউন্ডারি আটকাতে যান ঈশান। অ্যাডাম জাম্পার শর্ট বলে ডিপ স্কোয়ার লিগের দিকে শট মারেন শুভম দুবে। বলটিকে বাউন্ডারি পার করা থেকে রুখতে ছোটেন ঈশান। তবে তাঁর হাঁটু স্লাইড করার সময়ই মাঠের সঙ্গে জোরে ধাক্কা খায়। তারপরে উঠতেই পারছিলেন না ঈশান। মাঠের বাইরে দীর্ঘক্ষণ কার্যত পড়েছিলেন তিনি। তাঁর চোট পরীক্ষা করে দেখেন সানরাইজার্স ফিজিও। এই ঘটনাটিই সানরাইজার্স অনুরাগীদের মনে উদ্বেগের সঞ্চার করে। দীর্ঘ চিকিৎসার পর কোনওরকমে উঠে দাঁড়ান ঈশান। তাঁর পায়ে সুরক্ষার জন্য প্রোটেক্টিভ গিয়ারও লাগানো হয়। আশা করা যায় আজ পুরো ফিট ঈশানকেই পাওয়া যাবে।
IPL Live: ৫ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন ঋষভ পন্থরা
সামনে ১৯১ রানের লক্ষ্য। উইকেট যতই সহজ হোক না কেন, প্রতিপক্ষ বোলারদের তালিকায় প্যাট কামিন্স, মহম্মদ শামিদের মতো নাম (SRH vs LSG)। যদিও নিকোলাস পুরানের তাতে খুব একটা হেলদোল ছিল না। রান তাড়া করতে নেমে ১৮ বলে হাফসেঞ্চুরি। চলতি আইপিএলে যা দ্রুততম হাফসেঞ্চুরি। ২৬ বলে ৭০ রান করে তিনি যখন ফিরলেন, ম্যাচের রাশ লখনউ সুপার জায়ান্টসের হাতে। শেষ পর্যন্ত ২৩ বল বাকি থাকতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। আর সেই জয় এল হায়দরাবাদের ডেরায়। ৫ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেন ঋষভ পন্থরা।
Sunrisers Hyderabad vs Lucknow Super Giants Live: ৩১ বলে ৫২ রান করে ফিরলেন মিচেল মার্শ
৩১ বলে ৫২ রান করে ফিরলেন মিচেল মার্শ। ফের ঘাতক কামিন্স। ১২ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১৪৯/৩। ম্যাচ জিততে ৮ ওভারে আর ৪২ রান চাই লখনউয়ের।




















