MI vs SRH: ওয়াংখেড়ের কঠিন পিচে ক্লাসেন, অভিষেকের লড়াই, ২০ ওভারে ১৬২ রান তুলল সানরাইজার্স
IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে উইল জ্যাকস ১৪ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে সফলতম বোলার।

মুম্বই: ওয়াংখেড়ের পিচে সাধারণত রানের ফোয়ারাই দেখা যায় কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians vs Sunrisers Hyderabad) ম্যাচে ব্যাটাররা ব্যাটে বলে করতে, ছন্দ পেতেই সমস্যায় পড়লেন। আইপিএলে (IPL 2025) আজকের ম্যাচে কোনওক্রমে নির্ধারিত ২০ পাঁচ উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলল সানরাইজার্স। নিজামের শহরের দলের হয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) সর্বাধিক ৪০ ও হেনরিখ ক্লাসেন ( Heinrich Klaasen) ৩৭ রানে ইনিংস খেলেন।
মুম্বই ইন্ডিয়ান্সের দলে ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরার মতো বিশ্ববন্দিত বোলাররা রয়েছেন। এঁদের উপস্থিতিতেও দলের হয়ে আজকের ম্যাচে পরিসংখ্যানের বিচারে সর্বসেরা বোলার পার্ট টাইম স্পিনার উইল জ্যাকস। এই বিষয়টিই কিন্তু আজকে ওয়াংখেড়ের পিচের চরিত্র প্রমাণ করে দেয়। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
ট্র্যাভিষেক জুটি বরাবরই নিজেদের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। কিন্তু এই পিচে অভিষেক বেশ ছন্দে ব্যাটিং করলেও, হেডকে একেবারেই ছন্দে দেখায়নি। পাওয়ার প্লেতে ছয় ওভারে বিনা উইকেটে ৪৬ রান তোলে সানরাইজার্স। তবে পাওয়ার প্লের পরেই ৪০ রানে আউট হন অভিষেক। পরের ওভারেই উইল জ্যাকসের বলে ঈশান কিষাণকেও দুই রানে ফেরেন। নাগাড়ে তিন ওভারে তৃতীয় সাফল্য পেয়েই গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। মিড উইকেটে বড় শট মারতে গিয়ে ধরা দিয়েছিলেন ট্র্যাভিস হেড। তবে পল্টনদের সেলিব্রেশনের মাঝেই বেজে উঠল হুটার। নো বল করেন হার্দিক পাণ্ড্য।
তবে জীবনদান পেয়েও হেড তাতে লাভের লাভ তেমন কিছুই করতে পারেননি। অবশেষে ১০০-র কম স্ট্রাইক রেটে ২৮ রানে আউট হন তিনি। হেডকেও ফেরান জ্যাকস। ব্যাটার বদল হলেও, রানের গতি কিন্তু কোনওভাবেই বাড়েনি। নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেনরাও রান পেতে, ছন্দ পেতে সমস্যায় পড়েন। ১৫ ওভারে কোনওক্রমে শতরানের গণ্ডি পার করে সানরাইজার্স। রানের গতি বাড়াতে গিয়ে ১৯ রানে আউট হন নীতীশ রেড্ডিও।
তবে শেষমেশ ম্যাচের ১৮তম ওভারে চলে ক্লাসেনের ব্যাট ২১ রান উঠে ওভার থেকে। ক্লাসেন ৩৭ রানে আউট হওয়ার সানরাইজার্স আদৌ ১৫০ পার করতে পারবে কি না, সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ ওভারে ২২ রান তোলেন কামিন্স ও অনিকেত বর্মা। ১৬২ রানে থামে সানরাইজার্সের ইনিংস। এই পিচে এই রান তোলা যে খুব সহজ হবে না, তা বলাই বাহুল্য।




















