IPL 2025: আরসিবি প্রাক্তনীকে দিয়েই আরসিবিকে খোঁচা! অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের
Royal Challengers Bengaluru: অ্যাপ ক্যাব সংস্থার বিজ্ঞাপনের মাধ্যমে দল এবং তাঁর সমর্থকদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে মামলা দায়ের করেছে আরসিবি।

নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের (IPL 2025) মহারণ। ছয়টি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়ে মরশুমের শুরুটা বেশ ভালই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে এরই মাঝে আইনি ঝামেলায় জড়াল কোহলিদের ফ্র্যাঞ্চাইজির নাম।
ঘটনাটা ঠিক কী? অ্যাপ ক্যাব সংস্থা উবের ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এক বিজ্ঞাপন ঘিরেই যত কাণ্ড। আরসিবি প্রাক্তনী ট্র্যাভিস হেডকে দিয়ে একটি বিজ্ঞাপন করিয়েছে উক্ত অ্যাপ ক্যাব সংস্থা। সেখানে একটি স্থানে 'রয়্যালি চ্যালেঞ্জড বেঙ্গালুরু' উদ্ধৃতিটি ব্যবহৃত হয়েছে। এই নিয়েই ক্ষিপ্ত আরসিবি। আরসিবির তরফে দাবি করা হচ্ছে এই বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাপ ক্যাব সংস্থাটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির পরিহাস করছে এবং এর ফলে তাঁদের ব্র্যান্ডের ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি সমর্থকদের ভাবাবেগেও এই বিজ্ঞাপন আঘাত হেনেছে।
Royally Challenged Bengaluru?
— ηᎥ†Ꭵղ (@nkk_123) April 17, 2025
not in good taste, I am with RCB on this one. pic.twitter.com/BWrrFQY8GL
আরসিবির মতে এই উদ্ধৃতিটি সরাসরি তাঁদের দলের নাম নিয়ে পরিহাস করছে। ফ্র্যাঞ্চাইজির তরফে মনে করা হচ্ছে এটি মশকরার সীমা অতিক্রম করে তাঁদের ব্র্যান্ডের ক্ষতি করছে। সেই কারণেই দিল্লি হাইকোর্টে অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছে আরসিবি। এই পিটিশনে দাবি করা হয়েছে বিজ্ঞাপনটির মাধ্যমে তাঁদের দলের নামের পাশাপাশি তাঁদের 'ই সালা কাপ নামদে' অর্থাৎ 'এই বছর কাপ আমাদের' স্লোগানটিরও পরিহাস করা হয়েছে। আরসিবির মতে এই স্লোগান দলের খেলোয়াড় এবং সমর্থকদের আবেগের সঙ্গে জড়িত। যা কটাক্ষের শিকার হয়েছে। দলের মশকরা উড়িয়ে, কটাক্ষ করে অপর সংস্থা মজা করারই চেষ্টা করেছে কেবল। আরসিবি অনুরাগীরাও যে এই বিজ্ঞাপনকে খুব একটা ভালভাবে নেয়নি, তা কিন্তু সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়।
এরপর? কোর্টে মামলা চলছে। নয়াদিল্লি হাইকোর্ট যদি আরসিবির পক্ষে রায় দেয়, তাহলে উবের ইন্ডিয়াকে এই বিজ্ঞাপন কিন্তু বন্ধ করে দিতে হবে এবং সর্বসমক্ষে ক্ষমাপ্রার্থনাও করতে হতে পারে। ভারতবর্ষে বিজ্ঞাপনী প্রচারের ক্ষেত্রে ট্রেডমার্কের অপব্যবহার বা কটাক্ষের বিরুদ্ধে কড়া নিয়ম নীতি রয়েছে। আর আইপিএল দলের মতো সংস্থার বিরুদ্ধে এমনটা হলে তো আর কথাই নেই। ফলে এই বিজ্ঞাপন নিয়ে যথাযথইভাবে চারিদিকে শোরগোল। এবার সব নজর দিল্লি হাইকোর্টের দিকে। আদালত এই মামলায় কি রায় দেয়, সেটাই কিন্তু দেখার বিষয় হতে চলেছে।




















