Vaibhav Suryavanshi: রূপকথার পুনরাবৃত্তি হল না, আইপিএলের বিস্ময়-কিশোর বৈভব আউট শূন্য রানে!
IPL 2025: চলতি আইপিএলে আউট হওয়ার পর মাঠেই কাঁদতে দেখা গিয়েছিল বৈভবকে। বৃহস্পতিবার আউট হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল।

জয়পুর: সামনে ২১৮ রানের বিশাল লক্ষ্য। আর কাঁটার মতো বিঁধছিল দুটো পরিসংখ্যান। এক, রাজস্থানের জয়পুরে সোয়াই মান সিংহ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের তোলা ২১৭/২-ই এই মাঠে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। দুই, আইপিএলে (IPL 2025) দুশো রানের পুঁজি নিয়ে বল করতে নেমে কোনও দিন ম্যাচ হারেনি মুম্বই ইন্ডিয়ান্স (RR vs MI)।
জোড়া প্রতিকূলতার মুখে যাকে ঘিরে স্বপ্ন দেখেছিল গোটা রাজস্থান রয়্যালস শিবির, সে হল বৈভব সূর্যবংশী। আইপিএলে ইতিহাস গড়েছে। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আইপিএলে অভিষেক। সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আগের ম্যাচে তার ব্যাটিং সাড়া ফেলে দিয়েছিল। বেবি বস-কে নিয়ে গোটা ক্রিকেট দুনিয়া তোলপাড়। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে যুবরাজ সিংহ, সকলেই কুর্নিশ করেছেন বৈভবকে।
Match 50. WICKET! 0.4: Vaibhav Suryavanshi 0(2) ct Will Jacks b Deepak Chahar, Rajasthan Royals 1/1 https://t.co/t4j49gX9NW #RRvMI #TATAIPL #IPL2025
— IndianPremierLeague (@IPL) May 1, 2025
বৃহস্পতিবার হতাশ করল বৈভব। আগের ম্য়াচে ৩৫ বলে সেঞ্চুরি করা ক্রিকেটার বৃহস্পতিবার আউট প্রথম ওভারেই। ক্রিজে আয়ু ছিল মোটে ২ বল। বৈভবকে করা দীপক চাহারের প্রথম বলটিই ছিল ইয়র্কার। কোনওরকমে কভারে খেলে দেয় ১৪ বছরের ক্রিকেটার। দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেয়। মিড অনে ক্যাচ ধরতে কোনও ভুল করেননি উইল জ্যাকস।
Striking early 🤝 Striking big @mipaltan have both the #RR openers back in the hut⚡
— IndianPremierLeague (@IPL) May 1, 2025
Updates ▶ https://t.co/t4j49gX9NW#TATAIPL | #RRvMI pic.twitter.com/lrQZjcs5Th
চলতি আইপিএলে আউট হওয়ার পর মাঠেই কাঁদতে দেখা গিয়েছিল বৈভবকে। বৃহস্পতিবার আউট হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। কোমরে হাত দিয়ে। যেন বিশ্বাসই করতে পারছিল না যে, রূপকথার পুনরাবৃত্তি করতে এইভাবে ব্যর্থ হবে। আগের ম্যাচের সেঞ্চুরি যেন অতীত। খেলার মাঠ যে কত পেশাদার, কত নির্মম, তা ফের একবার প্রমাণিত হয়ে গেল। আগের ম্যাচের রাজাই বৃহস্পতিবার ফকির।
টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। আর প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে মুম্বই। ২০ ওভারে তুলেছে ২১৭/২। ঝোড়ো ব্যাটিং রায়ান রিকেলটন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্যর। রাজস্থানকে প্লে অফের দৌড়ে সামান্যতম সম্ভাবনাও বাঁচিয়ে রাখতেও জিততেই হবে ম্যাচে। পারল না বৈভব সূর্যবংশী। পারবেন বাকিরা?




















