আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন সৌরভ? গ্রেম স্মিথের মন্তব্য ঘিরে জল্পনা
"সৌরভ আইসিসি-র চেয়ারম্যান হলে ক্রিকেটেরই উপকার হবে.."
কলকাতা: আইসিসি-র চেয়ারম্যান পদে কি এবার সৌরভ গঙ্গোপাধ্যায়? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের মন্তব্যই উসকে দিয়েছে এই প্রশ্ন। স্মিথ জানিয়েছেন, আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হিসেবে তিনি সৌরভকে দেখতে চান। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের মন্তব্য, সৌরভ আইসিসি-র চেয়ারম্যান হলে ক্রিকেটেরই উপকার হবে। কারণ, সৌরভ খেলাটা খুব ভাল বোঝে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছে। তা ছাড়া, ওকে সবাই সম্মান করে।
“We’re engaging with the West Indies Cricket Board regarding tours that have been postponed. We’re trying to find opportunities post their tour to England to see how we can fit that tour in." CSA Director of Cricket, Graeme Smith. pic.twitter.com/sM1z6tkU93
— Cricket South Africa (@OfficialCSA) May 21, 2020
সৌরভের হয়ে এর আগে ব্যাট ধরেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ারও। তিনি বলেন, আইসিসি-কে নেতৃত্ব দেওয়ার যোগ্য লোক সৌরভ। খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে আইসিসি চেয়ারম্যান পদে শশাঙ্ক মনোহরের মেয়াদ। মাসদুয়েকের মধ্যে আইসিসি-র নির্বাচন।
#GowerWaqarGloFans #Q20 Ans. 2⃣@David215Gower on "Sourav Ganguly as ICC President"
@IndianSportFan Full Answer : https://t.co/fudzRr9UXr@SGanguly99 @mufaddal_vohra @cricketwallah @ambru1989 @Deepspeaks_ @bharat_kolkata @HTSportsNews @the_turf_guy @ECB_cricket @Eoin16 pic.twitter.com/LttonKjzCK — GloFans (@GloFansOfficial) May 18, 2020