ISL 2021 Kolkata Derby Live Streaming: পরিসংখ্যানে লাল হলুদ, খাতায় কলমে এগিয়ে সবুজ মেরুন, কখন, কোথায় দেখবেন ডার্বি?
ISL 2021 Kolkata Derby Live Streaming: কৃষ্ণ-বুমোর লড়াই চিমা-পেরোসেভিচের সঙ্গে। গোয়ায় ডার্বির উত্তেজনায় ফুটছে কলকাতা। সবুজ-মেরুন আর লাল-হলুদে দু’ ভাগ বাংলার ফুটবলপ্রেমীরা।
গোয়া: ১৯২১ সালে কোচবিহার কাপে প্রথমবার মুখোমুখি হয় মোহনবাগান-ইস্টবেঙ্গল। আর, আজ? আইএসএল ডার্বি। মাঝে মহাকাব্যিক ডুয়েলের দীর্ঘ ঐতিহ্য। আবেগের ১০০ বছর। ডার্বির শততম বছরে গোয়ায় আজ ISL-এ মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল (atkmb vs sc east bengal)। কৃষ্ণ-বুমোর লড়াই চিমা-পেরোসেভিচের সঙ্গে। গোয়ায় ডার্বির উত্তেজনায় ফুটছে কলকাতা। সবুজ-মেরুন আর লাল-হলুদে দু’ ভাগ বাংলার ফুটবলপ্রেমীরা।
আইএসএলের আগে ও পরে মিলে এখনও পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ৩৭১ বার। ১২৯ টি ম্যাচে জয় ইস্টবেঙ্গলের। ১২১ টি ম্যাচ জিতেছে মোহনবাগান। ড্র হয়েছে ১২১ টি ম্যাচ। গত আইএসএলে দু’টি ডার্বিতেই জয় পেয়েছিল সবুজ মেরুন বাহিনী। ডার্বির ইতিহাসে সর্বোচ্চ স্কোরার ভাইচুং। তাঁর ঝুলিতে রয়েছে ১৯টি গোল। অন্য়দিকে ১৭ টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন ব্যারেটাে।
আইএসএলে এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান দ্বৈরথ কখন শুরু হবে?
আইএসএল ২০২১-২২ মরসুমে এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের মধ্যে ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে।
কোথায় খেলা হবে আইএসএলের ডার্বি?
গোয়ার তিলক ময়দানে হতে চলেছে এবারের আইএসএলের প্রথম ডার্বি।
কোন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচ?
এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ সম্প্রচারিত হবে জলসা মুভিস, স্টার স্পোর্টস 1/1 এইচডি, স্টার স্পোর্টস ২/২ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি/১ হিন্দি এইচডি চ্যানেলে।
এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচের লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?
এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ম্যাচের লাইভ স্ট্রিমিং ভারতে দেখা যাবে ডিসনি+ হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে।
আরও পড়ুন: কেন মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন অশ্বিন?