East Bengal vs Kerala Blasters: কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র ইস্টবেঙ্গলের, তিন পয়েন্ট অধরাই
SC East Bengal Update: রবিবার টমিস্লাভ মার্সেলার গোলে এগিয়ে গিয়েও কেরল ব্লাস্টার্স এফসি-র সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল। ফের একবার লাল-হলুদ রক্ষণের দুর্বলতা প্রকট হয়ে পড়ল।
পানাজি: আইএসএলে (ISL 2021) এখনও ছন্দ হাতড়ে বেড়াচ্ছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। তিন পয়েন্ট এখনও অধরা লাল-হলুদ বাহিনীর।
রবিবার টমিস্লাভ মার্সেলার গোলে এগিয়ে গিয়েও কেরল ব্লাস্টার্স এফসি (Kerala Blasters)-র সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল। ফের একবার লাল-হলুদ রক্ষণের দুর্বলতা প্রকট হয়ে পড়ল।
প্রথমার্ধের শুরুটা কেরলা দুরন্তভাবে করলেও ম্যাচে সময় গড়ালে কিছুটা আধিপত্য বিস্তারে সক্ষম হয় লাল-হলুদ। তবে প্রথমার্ধ শেষের দিকে আবার কেরলা আক্রমণ বাড়ায় এবং তার থেকেই গোল পরিশোধ হয়। প্রথমার্ধ স্কোর ১-১ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দল চেষ্টা করলেও আর গোল হয়নি।
কেরলের হয়ে লুনা এবং ইস্টবেঙ্গলের হয়ে পেরোসেভিচ নজর কাড়েন। এই ড্রয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সাতে উঠে এল কেরল। আর তিন পয়েন্ট নিয়ে তালিকার তলানিতেই থাকল ইস্টবেঙ্গল। তারা এখনও মরসুমের প্রথম তিন পয়েন্টের খোঁজে। আগের ম্যাচে এফসি গোয়ার কাছে ৩-৪ হেরেছিল ইস্টবেঙ্গল। চেন্নাইয়িন এফসি-র সঙ্গে ড্র করে যেটুকু আশা জাগিয়েছিল ম্যানুয়েল দিয়াজের দল, এফসি গোয়ার কাছে হেরে তা নষ্ট করে লাল-হলুদ বাহিনী। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তিন পয়েন্ট তাই ভীষণই গুরুত্বপূর্ণ ছিল।
প্রথমার্ধের ১৭ মিনিটে আলভারো ভাজকেজ ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন। রেফারি প্রথমে গোল দিলেও পরে লাইন্সম্যানের সঙ্গে পরামর্শ করে তা বাতিল করেন। গোল হওয়ার আগেই পেনাল্টি বক্সের বাইরে হ্যান্ড বলের জন্য রেফারি বাঁশি বাজিয়ে দেওয়ায় গোল বাতিল হয়। ২০ মিনিট পেরোসেভিচের বাঁ পায়ের দুরন্ত শট ঝাঁপিয়ে অনবদ্যভাবে সেভ করেন কেরালা গোলকিপার গিল।
তবে ৩৭ মিনিট রাজু গায়কোয়াড়ের লং থ্রো থেকে গোলমুখ খুলে ফেলে এসসি ইস্টবেঙ্গল। প্রথম পোস্টে দুরন্ত হেডারে গোল করেন টমিস্লাভ মার্সেলা। এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: আগেও রান করে বাদ পড়েছি, নতুন করে কিছু প্রমাণ করার নেই, বাংলাকে জিতিয়ে বলছেন অনুষ্টুপ
তবে সেই উল্লাস স্থায়ী হয় মাত্র ৮ মিনিট। ৪৫ মিনিট আলভারো ভাজকেজের শট ইস্টবেঙ্গল ফুটবলারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। গোলের আগে অবশ্য রাজু খুবই সহজে বল পায়ে পেয়েও তা ভাজকেজের কাছে জমা দেন।
৬৮ মিনিট একই সঙ্গে চিমা, হামতে এবং কিয়ামের বদলে মাঠে নামেন বিকাশ জাইরু, আঙ্গুসানা ওয়াহেংবাম এবং আমির দার্ভিসেভিচ। তবে লাভ হয়নি। আর গোলমুখ খুলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।