ISL 2022: লোনে মুম্বই সিটি এফসি থেকে নাওচা সিংহকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল
ISL 2022: মণিপুরের এই তরুণ ২০১৯ সালে ডুরান্ড কাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ২২ বছরের এই তরুণ নেরোকা এফসির হয়ে কেরিয়ার শুরু করেছিলেন যুব দলে।
কলকাতা: আইএসএলে মরসুমের মাঝেই মুম্বই সিটি এফসি থেকে লোনে নাওচা সিংহকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল। তরুণ এই ডিফেন্ডার ২০২০-২১ মরসুমে গোকুলাম এফসির হয়ে খেলেছেন। কেরলের এই দলটির হয়ে আই লিগে খেতাবও জিতেছেন। মণিপুরের এই তরুণ ২০১৯ সালে ডুরান্ড কাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ২২ বছরের এই তরুণ নেরোকা এফসির হয়ে কেরিয়ার শুরু করেছিলেন যুব দলে। এরপর ট্রাউতে যোগ দেন তিনি। ২০১৮-১৯ আই লিগে নেরোকার হয়ে মাঠে নেমেছিলেন। এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তিনি বলেন, ''আমি এসসি ইস্টবেঙ্গলে খেলার জন্য মুখিয়ে রয়েছি। এটি দেশের অন্য়তম সেরা ক্লাব। অনেক সম্মান জড়িয়ে ক্লাবের সঙ্গে। আমি চাই প্রতি মুহূর্তে ক্লাবের হয়ে ভাল পারফর্ম করতে।''
নাওচাকে পাওয়া নিয়ে ক্লাবের কোচ মারিও রিভেরা বলেন, ''নাওচাকে অনেকদিন ধরেই আমরা পর্যবেক্ষণ করছিলাম। দারুণ ডিফেন্ডার ও। খুব কম বয়সেই দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ও। দেশের অন্য়তম সেরা ক্লাবে এত তাড়াতাড়ি খেলার সুযোগ পাচ্ছে নাওচা।''
শনিবার গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে কর্ণার থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ড্যারেন সিডোয়েল। তবে মাত্র আট মিনিট লিড ধরে রাখতে পারে ইস্টবেঙ্গল। মাঠে নেমেই গোল করে মোহনবাগানের হয়ে আইএসএলের কণিষ্ঠতম গোলস্কোরার হন কিয়ান নাসিরি। তাঁর দুই মিনিট পরে পেনাল্টি মিস করে সবুজ মেরুনকে লিড এনে দেওয়ার সুযোগ হাতছাড়া করেন ডেভিড উইলিয়ামস। তবে ম্যাচের ইনজুরি টাইমে ফের জ্বলে উঠেন নাসিরি। জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন নাসিরি। সেই সঙ্গে সবুজ-মেরুন শিবিরকে ৩-১ জেতান জামশেদ নাসিরি পুত্র।
গোটা ৯০ মিনিট ধরে দুরন্ত লড়াই চালিয়েও ফের একবার ডার্বি থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে। নাসিরির হ্যাটট্রিকে ৩-১ ম্যাচ জিতল এটিকে মোহনবাগান।