(Source: ECI/ABP News/ABP Majha)
ISL 2024-24: এখনও পর্যন্ত চলতি আইএসএলে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের নিরিখে প্রথম পাঁচে কে কে রয়েছেন?
ISL 2023-24 Update: সতীর্থদের গোল করতে সাহায্যও করেছেন একাধিকবার। অর্থাৎ, দলের গোলে যাঁদের প্রত্যক্ষ অবদান সর্বাধিক, তাঁদের নিয়ে যদি কোনও তালিকা তৈরি করা যায়, তা হলে তা এরকম দাঁড়াতে পারে
কলকাতা: এ বারের লিগে বেশ কিছু এমন গোল দেখা গিয়েছে, যা ভোলার মতো নয়। সেই গোলগুলি যাঁরা করেছেন, তাঁরাও যথেষ্ট দক্ষ। তাঁরা যে শুধু গোল করেছেন, তা নয়, সতীর্থদের গোল করতে সাহায্যও করেছেন একাধিকবার। অর্থাৎ, দলের গোলে যাঁদের প্রত্যক্ষ অবদান সর্বাধিক, তাঁদের নিয়ে যদি কোনও তালিকা তৈরি করা যায়, তা হলে তা এরকম দাঁড়াতে পারে -
দিমিত্রিয়স দিয়ামান্তাকস, কেরালা ব্লাস্টার্স এফসি – ১৫ (গোল-১২ + অ্যাসিস্ট-৩)
গত মরশুমের সর্বোচ্চ গোলদাতার করা গোলের চেয়ে বেশি গোল ইতিমধ্যেই করে ফেলেছেন এই ব্লাস্টার্সের তারকা ফরোয়ার্ড। এখনও লিগ পর্বে তাদের তিনটি ম্যাচ খেলা বাকি। অর্থাৎ, তিনি আরও গোল করতে বা করাতে পারেন। মোট দশটি ম্যাচে এই ১৫টি গোলে অবদান রেখেছেন এই গ্রিক ফুটবলার। তিনবার জোড়া গোল করেছেন তিনি। চেন্নাইন এফসি, এফসি গোয়া ও মোহনবাগান এসজি-র বিরুদ্ধে দুটি করে গোল করেন তিনি।
রয় কৃষ্ণ, ওডিশা এফসি – ১২ (গোল-১২ + অ্যাসিস্ট- ১)
মাদি তালাল, পাঞ্জাব এফসি (গোল-৪ + অ্যাসিস্ট-৮)
জেসন কামিংস, মোহনবাগান এসজি (গোল-৯ + অ্যাসিস্ট-২)
দিমিত্রিয়স পেত্রোতস, মোহনবাগান এসজি (গোল-৮, অ্যাসিস্ট-৩)