ISL 2023: হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয়, আর পেছনে ফিরে তাকাতে রাজি নন কুয়াদ্রাত, ক্লেটন
East Bengal vs Hayderabad FC: ক্লেটন সিলভার জোড়া গোলে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল এফসি। আট মিনিটের মাথায় হীতেশ শর্মার গোলে হায়দরাবাদ এগিয়ে যাওয়ার দু’মিনিটের মধ্যে ক্লেটন তাঁর প্রথম গোল করে সমতা আনেন।
কলকাতা: চলতি আইএসএলের প্রথম জয় পেলেও এখনও দলের ভুলভ্রান্তি নিয়ে চিন্তায় রয়েছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত। শনিবার ম্যাচের পর তিনি সাংবাদিক বৈঠকে বলেন, “আজ আমরা অনেক অনিচ্ছাকৃত ভুল করেছি। চাপের মুখে ছেলেরা ভুল পাস করছে। আক্রমণে ওঠার সময়ও এটা হচ্ছে। আমাদের এগুলো শোধরাতে হবে। এই ম্যাচে আমাদের সামনে বেশি সুযোগ আসেনি। তবে ফুটবলে এমন হয়েই থাকে। ড্রেসিংরুমে আমরা আলোচনা করছিলাম যে আমাদের আরও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে হবে। গত মরশুমে ওদের বিরুদ্ধে এক গোলের ব্যবধানে হেরেছিলাম আমরা। তবে এখন আর সে রকম খেললে চলবে না। ম্যাচ একশো মিনিট পর্যন্ত গড়ালেও আমাদের সেই একশো মিনিটই ফোকাসড্ থাকতে হবে”।
এ দিন ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভার জোড়া গোলে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল এফসি। আট মিনিটের মাথায় হীতেশ শর্মার গোলে হায়দরাবাদ এগিয়ে যাওয়ার দু’মিনিটের মধ্যে ক্লেটন তাঁর প্রথম গোল করে সমতা আনেন। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত ১-১ অবস্থাই ছিল। যখন সবাই প্রায় ধরেই নিয়েছেন যে চলতি লিগের দ্বিতীয় ড্র করে মাঠ ছাড়তে চলেছে লাল-হলুদ বাহিনী, তখনই প্রতিপক্ষের বক্সের সামনে থেকে নেওয়া ফ্রি কিক সোজা জালে জড়িয়ে দেন সেই ক্লেটন। যিনি গত মরশুমে ১৪টি গোল করেছিলেন।
শেষ পর্যন্ত যে সেট পিসই তাদের জেতাল, সে কথা স্বীকার করে নিয়ে কুয়াদ্রাত বলেন, “এটা ঠিকই যে একটা সেট পিস একটা ম্যাচের ফল তৈরি করে দিতে পারে। তাই সেট পিসে আমাদের আরও উন্নতি করতেই হবে। কিন্তু ওপেন প্লে-তেও আমাদের আরও সাবধান থাকতে হবে। আমরা জয়ের গোল করার পরেও কিন্তু ওরা ২-২ করে ফেলতে পারত। ভবিষ্যতে সে সুযোগ দিলে চলবে না। তবে আমি দলের ফলে খুশি। তিন পয়েন্টটা খুবই প্রয়োজন ছিল। এ মরশুমে আটটা ম্যাচ খেলে আমরা এখন পর্যন্ত একটা মাত্র হেরেছি। এ জন্যই আরও খুশি”।
আইএসএলে এই প্রথম হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল এবং তা সম্ভব হল ক্লেটনের জোড়া গোলের জন্যই। পরিসংখ্যান বলছে এই প্রথম আইএসএলে ইস্টবেঙ্গল প্রথম দু’টি ম্যাচের মধ্যে একটিতে জয় পেল। গত তিন মরশুমে কোনওবারই প্রথম দুই ম্যাচে জিততে পারেনি তারা।
ক্লেটন সিলভা জোড়া করেছেন এবং ইস্টবেঙ্গল হেরেছে, এমনও কোনও দিন হয়নি। তাঁর জোড়া গোলে ইস্টবেঙ্গল ছ’বার জিতেছে ও একবার ড্র করেছে। এ মরশুমে তিনি সবচেয়ে দেরি করে দলের প্রাক মরশুম শিবিরে যোগ দেন। ফলে চেনা ছন্দে ফিরতে একটু বেশি সময়ই নিলেন। এর আগে পাঁচটি ম্যাচে ১৩৬ মিনিটের জন্য তাঁকে মাঠে নামান কোচ কার্লস কুয়াদ্রাত। একটিও গোল করতে পারেননি।
ছন্দে ফেরার পর জয়ের নায়ক বলেন, “অনেক দিন পরে গোল করতে পেরে খুবই ভাল লাগছে। এই জায়গায় আসার চেষ্টা করছিলাম অনেক দিন ধরেই। অবশেষে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে ও দলকে জেতাতে পেরে ভাল লাগছে”। তথ্য সংগ্রহ: আইএসএল