বাংলার ফুটবলের পাশেই আছেন, মোহনবাগান-ইস্টবেঙ্গলকে বার্তা মমতার

কলকাতা: বাংলার ফুটবলের পাশেই আছেন, ফের একবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সমঝোতা নয়, আইএসএল-ইস্যুতে ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই ক্লাবকেই অবস্থানে অনড় থাকার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসএল খেলার ব্যাপারে বেশ কিছু শর্ত রয়েছে দুই প্রধানের। এ-ব্যাপারে জোটবদ্ধ হয়ে লড়ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। ফেডারেশনের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও এখনও সমাধানসূত্র মেলেনি। এদিন বিষয়টি নিয়ে ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন লাল হলুদ ও সবুজ মেরুন কর্তারা। বৈঠকে যোগ দেন মহমেডান স্পোর্টিংয়ের কর্তারাও। এরপর, বিকেলেই নবান্নে যান ক্লাব-কর্তারা। আইএসএল জট নিয়ে তাঁদের কাছে বিশদে জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এ-ব্যাপারে দুই প্রধানের মূলত তিনটি শর্ত। আইএসএলের কিছু ম্যাচ কলকাতায় খেলাতে চায় তারা। ফ্র্যাঞ্চাইজ ফি দেবে না মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আইএসএলের লভ্যাংশের একটা ভাগ দিতে হবে দুই ক্লাবকে। নবান্ন সূত্রে খবর, ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ক্লাবকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কোনও পরিস্থিতিতেই মাথা নত করবেন না। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকুন। আমি আপনাদের পাশে আছি।’ এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল সহ সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, এমন মুখ্যমন্ত্রী আমি দেখিনি যে এভাবে পাশে থাকেন। ভারতের কোথাও এমন মুখ্যমন্ত্রী দেখিনি। উনি পুরো ব্যাপারটাই শুনেছেন। তবে, আইএসএল নিয়ে ফেডারেশনের সঙ্গে সংঘাতের মাঝেই আইএসএলের দরপত্র তুলছে বাগান। আগেই দরপত্র তুলেছিল ইস্টবেঙ্গল। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ মে হলেও শেষ পর্যন্ত তার মেয়াদবৃদ্ধি করা হবে বলেই মনে করা হচ্ছে।






















