এক্সপ্লোর
দক্ষিণ আফ্রিকা সফরে এটাই ভারতের অন্যতম সেরা বোলিং আক্রমণ, দাবি এমএসকে প্রসাদের

কলকাতা: ভারতীয় দল এর আগে যতবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে, তার মধ্যে এবারই অন্যতম সেরা বোলিং আক্রমণ। এমনই দাবি করলেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি বলেছেন, ‘বিপক্ষের বোলিং আক্রমণ নিয়ে আমি মন্তব্য করতে পারি না। কিন্তু আমাদের দলের বোলিং আক্রমণ দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া দলগুলির মধ্যে অন্যতম সেরা।’ ইডেনে রঞ্জি ট্রফির সেমিফাইনাল দেখতে এসে ভারতীয় দলের পাঁচ পেসার ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহর প্রশংসা করে প্রধান নির্বাচক বলেছেন, ‘উমেশ ও সামি ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করেও স্যুইং করাতে পারে। আমাদের দলে ভুবিও আছে। ও দু’দিকেই স্যুইং করাতে পারে। আমরা বুমরাহকেও দলে নিয়েছি। ওর বলে বৈচিত্র্য আছে। ইশান্ত ও হার্দিক (পাণ্ড্য) আমাদের বোলিং আক্রমণে অন্য মাত্রা দিতে পারে।’ প্রসাদের মতে, ভারতীয় দল ঘরের মাঠে অনেকগুলি টেস্টে জয় পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। জয় সবসময় ভাল। দক্ষিণ আফ্রিকা সফর কঠিন হতে চলেছে। তবে এই দল টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই প্রসাদ বলেছেন, তাঁরা অজিঙ্ক রাহানের ফর্ম নিয়ে চিন্তিত নন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















