এক্সপ্লোর
ধোনিকে হিসেবের বাইরে রেখেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু হোক, বলছেন গম্ভীর
গম্ভীর আরও বলেছেন, ভারতীয় ক্রিকেটারকে ধোনি-পরবর্তী অধ্যায়ের দিকে তাকাতে হবে।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির বদলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনার ডাক দিলেন প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। তাঁর মতে, ধোনি খেলুন বা না খেলুন, ভারতের পরবর্তী বিশ্বকাপ জেতা দরকার। সেটা নিয়েই ভাবনা-চিন্তা করা উচিত। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘অবসরের সিদ্ধান্ত ব্যক্তিগত। কোনও ক্রিকেটার যদি খেলে যেতে চায়, তাহলে তাকে খেলতে দেওয়া উচিত। তবে ভবিষ্যতের দিকেও তাকাতে হবে। আমার মনে হয় না ধোনি পরবর্তী বিশ্বকাপ খেলতে পারবে। তাই বিরাট (কোহলি) বা অন্য যে-ই অধিনায়ক থাকুক, তাকে এটা বলার সাহস দেখাতে হবে যে ধোনি দলের পরিকল্পনার সঙ্গে মানানসই নয়। আগামী চার-পাঁচ বছরের মধ্যে তরুণ খেলোয়াড়দের তৈরি করতে হবে। কারণ, শেষপর্যন্ত বিষয়টি ধোনির নয়, দেশের।’ গম্ভীর আরও বলেছেন, ‘ধোনি পরের বিশ্বকাপে খেলবে কি না, সেটা বড় কথা নয়। ভারতের পরবর্তী বিশ্বকাপ জেতা জরুরি। ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনের মতো তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে হবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ভারতীয় ক্রিকেটারকে ধোনি-পরবর্তী অধ্যায়ের দিকে তাকাতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















