এক্সপ্লোর
চোট সারিয়ে তৃতীয় টেস্টের দলে ফিরতে পারেন বুমরাহ, ঋষভের সম্ভাবনা উজ্জ্বল

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্টে হারের পর তৃতীয় ম্যাচের আগে ভারতীয় শিবিরের জন্য সুখবর। চোট সারিয়ে আগামী টেস্টের দলে পাওয়া যেতে পারে তারকা পেসার জসপ্রিত বুমরাহকে। আগামী ১৮ আগস্ট নটিংহ্যামে শুরু হবে তৃতীয় টেস্ট। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গেছে. লর্ডসে দ্বিতীয় টেস্টের আগেই নেটে বোলিং করার মতো জায়গায় ছিলেন বুমরাহ। তিনি বোলিংও করেছিলেন নেটে। কিন্তু তাঁর বাঁ হাতের আঙুলের চোট সারাতে আরও কিছু সময় তাঁকে দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। আগামী টেস্টে ট্রেন্টব্রিজের উইকেটে স্পিনাররা কোনওরকম সাহায্য পাবেন না বলেই মনে করা হচ্ছে। ওই অবস্থায় কুলদীপ যাদবের জায়গায় বুমরাহকে দলে রাখার বিকল্প রয়েছে টিম ম্যানেজমেন্টের হাতে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন বুমরাহ। সেজন্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে তাঁকে পাওয়া যায়নি। ইংল্যান্ডেই তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু সেই শল্য চিকিত্সায় দ্রুত ফল পাওয়া যায়নি। সেজন্য প্রথম দুটি টেস্টে তাঁকে পাওয়া যায়নি। বুমরাহ ছাড়াও টিম ম্যানেজমেন্ট ঋষভ পন্তকে প্রথম একাদশে সুযোগ দিতে পারে। উইকেটরক্ষক দীনেশ কার্তিকের ব্যাট হাতে ব্যর্থতার কারণে পন্তের সামনে টেস্ট দলের দরজা খুলে যেতে পারে। এই প্রথম টেস্ট দলে ডাক পেয়েছেন ১৯ বছরের পন্ত। আইপিএল এবং এরপর ভারত এ দলের হয়ে তাঁর পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করেছে। গত জুলাইতে আনঅফিসিয়াল টেস্টে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে অপরাজিত ৬৭ এবং ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৬১ রান করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















