Jofra Archer Injury Update: কোহলিদের স্বস্তি! টেস্ট সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন আর্চার
সাসেক্সের হয়ে কাউন্টি খেলার সময়ই ফের যন্ত্রণা অনুভব করেন জোফ্রা। তারপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত।
লন্ডন: এই মুহূর্তে ইংল্যান্ডের সবচেয়ে প্রতিশ্রুতিমান পেসার বলা হচ্ছে তাঁকে। জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডদের মতো অভিজ্ঞদের পাশাপাশি ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ডের অন্য়তম সেরা পেস-অস্ত্র হতে পারতেন। সেই জোফ্রা আর্চার বিরাট কোহলিদের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রবলভাবে অনিশ্চিত হয়ে পড়লেন। বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হল যে, কনুইয়ের অস্ত্রোপচার করাতে হবে ডানহাতি পেসারকে। অস্ত্রোপচার হলে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হবে আর্চারকে।
ইসিবি সূত্রে খবর, লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে কনুইয়ের চোট পরীক্ষা করিয়েছেন আর্চার। শুক্রবারই তাঁর অস্ত্রোপচার করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। কনুইয়ের জয়েন্টে সমস্যা রয়েছে ডানহাতি পেসারের। প্রথমে ওষুধ প্রয়োগে সারানোর চেষ্টা হয়েছিল। তবে এখন যা পরিস্থিতি, তাতে চিকিৎসকদের মতে অস্ত্রোপচার ছাড়া রাস্তা নেই। বিশেষ করে সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ থাকায় ঝুঁকি নিতে চায়নি ইসিবি। তবে অস্ত্রোপচার হলে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে যাবেন আর্চার। তবে ফের মাঠে বল করতে নামতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। ইংল্যান্ডের বোলিং কোচ জন লুইস জানিয়েছেন, আর্চারের কনুইয়ের জয়েন্টে যে ধরনের চোট ধরা পড়েছে তা সাধারণভাবে ফাস্ট বোলারদের গোড়ালিতে দেখা যায়। ফলে বিষয়টা বিরল কিছু নয়। তিনি বলেছেন, 'আমরা চাইছি আর্চারের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত হোক। অপারেশনের পর অল্প সময়ের মধ্যেই ও ফিট হয়ে মাঠে ফিরতে পারবে।'
প্রসঙ্গত, গত বছর কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর্চারের কনুইয়ের সমস্যা ধরা পড়ে। ওই সিরিজে খেলা হয়নি তাঁর। গত মরসুমের আইপিএলে খেললেও এবার আইপিএলে খেলতে পারেননি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও এই চোট তাঁকে ভুগিয়েছে। কনুইয়ের এই চোট বিশ্রাম ও যন্ত্রণানিরোধক ইঞ্জেকশন নিলেই সেরে যাবে বলে আশায় ছিল ইসিবি। তবে সাসেক্সের হয়ে কাউন্টি খেলার সময়ই ফের যন্ত্রণা অনুভব করেন জোফ্রা। তারপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত।