এক্সপ্লোর

East Bengal: ট্রফি যুদ্ধে ইস্টবেঙ্গলের সামনে ওড়িশার কাঁটা, জোর কদমে প্রস্তুতি শুরু লাল-হলুদের

Kalinga Super Cup: মহারণের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। শুক্রবার জোর কদমে প্র্যাক্টিস করলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে।

ভুবনেশ্বর: জাতীয় স্তরে দীর্ঘদিনের ট্রফি খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের (East Bengal FC) সামনে। কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনালে পৌঁছে গিয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল। তাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন ওড়িশা এফসি। বৃহস্পতিবার ভুবনেশ্বরে তাদের ঘরের মাঠ কলিঙ্গ স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ১-০ গোলে মুম্বই সিটি এফসি-কে হারায় ওড়িশা। আগামী রবিবার ফাইনালে তারা মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে।

আর মহারণের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। শুক্রবার জোর কদমে প্র্যাক্টিস করলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে।

বৃহস্পতিবার বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন ওড়িশার ব্রাজিলীয় তারকা ফরওয়ার্ড দিয়েগো মরিসিও। আক্রমণের সময় গোলমুখী মরিসিওকে বক্সের মধ্যে অবৈধ ভাবে বাধা দেন মুম্বইয়ের গোলকিপার ফুর্বা লাচেনপা। যার জেরে ওড়িশাকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। সেই পেনাল্টি থেকেই জয়সূচক গোলটি করেন ব্রাজিলীয় তারকা।

এদিন দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। এমনকী ফুটবলের লড়াই ছেড়ে দুই পক্ষের ফুটবলাররা নিজেদের মধ্যে শারীরিক সংঘর্ষেও জড়িয়ে পড়েন। ফলে ম্যাচের একেবারে শেষে মুম্বইয়ের দলের তিনজনকে একসঙ্গে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন রেফারি। দিমাস দেলগাদোকে আগ্রাসী আক্রমণের জন্য রস্টিন গ্রিফিথকে প্রথমে লাল কার্ড দেখানো হয়। উগ্রভাবে এর প্রতিবাদ করতে গিয়ে পেরেইরা দিয়াজও লাল কার্ড দেখেন। এর পরে গুরকিরাত সিংহ ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়। এই ঘটনা ঘটে ম্যাচের শেষ দিকে ন’মিনিটের স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে। ফলে মুহূর্তে এগারো থেকে আটজনে নেমে আসে মুম্বই। দুই দলই এ দিন অনেক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু রক্ষণের খেলোয়াড়দের তৎপরতায় কোনও দলই ওপেন প্লে থেকে কোনও গোল করতে পারেনি।

গত মরশুমেও সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ওড়িশা এফসি। ২০২৩-এর এপ্রিলে কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে এই দিয়েগো মরিসিওই জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়নশিপের পথে নিয়ে যান। প্রথমার্ধে ১৫ মিনিটের মধ্যেই এই দুই গোল করেন তিনি। লড়াইয়ে ফেরার জন্য প্রয়োজনীয় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি বেঙ্গালুরু এফসি। এবার ঘরের মাঠে সেই খেতাব নিজেদের শিবিরেই ধরে রাখার সুযোগ এসে গেল ওড়িশার কাছে।

বুধবার প্রথম সেমিফাইনালে জামশেদপুর এফসি-কে ২-০-য় হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল এফসি। রবিবার ফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিবেশী রাজ্যের দল। খেতাবী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: দশহাজারি মনোজ! সাফল্য উৎসর্গ করছেন স্ত্রী সুস্মিতাকে, তবু কেন আক্ষেপ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News :  স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে  'পিটিয়ে খুন' ক্যাবচালককে
স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে 'পিটিয়ে খুন' ক্যাবচালককে
Jadavpur University Clash: যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
Kolkata Weather Update : নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
SBI Credit Card : ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
Advertisement
ABP Premium

ভিডিও

Jadavpur University: অবশেষে টনক নড়ল পুলিশের,৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ, ওয়েবকুপার ১ সদস্যেরও বয়ান রেকর্ডJadavpur University : যাদবপুর থানায় SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ | ABP Ananda LiveJadavpur News : ইন্দ্রানুজের বয়ান নিতে কেপিসি হাসপাতালে পুলিশ, কী বললেন ইন্দ্রানুজের বাবা?SFI Protest Rally: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আজকে ফের পথে SFI সমর্থকেরা | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata News :  স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে  'পিটিয়ে খুন' ক্যাবচালককে
স্কুটারে ক্যাবের টোকা ! পার্কিং-বচসার জেরে বিজয়গড়ে 'পিটিয়ে খুন' ক্যাবচালককে
Jadavpur University Clash: যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব, ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে হাজিরার নির্দেশ পুলিশের
Kolkata Weather Update : নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
নাভিশ্বাস উঠবে গরমে, দোলের আগেই এতটা চড়বে পারদ ! কোথায় কোথায় সতর্কতা?
SBI Credit Card : ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
ক্রেডিট কার্ডে সেরা সুবিধা পেতে চান ? এখান রইল সেরা পাঁচ উপায় 
International Women's Day: 'ওঁদেরও তো সাজতে ইচ্ছে করে, আমি শুধু সামান্য চেষ্টাটুকুই করেছি'
'ওঁদেরও তো সাজতে ইচ্ছে করে, আমি শুধু সামান্য চেষ্টাটুকুই করেছি'
Gold Price: সপ্তাহান্তে এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, এই সুযোগে সস্তায় সোনা কিনলে কত লাভ হবে ?
সপ্তাহান্তে এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, এই সুযোগে সস্তায় সোনা কিনলে কত লাভ হবে ?
Firhad On KMC: ৩০০ স্কোয়ার ফুট জায়গাতেই ৩ তলা বাড়ির অনুমতি কলকাতায় !
৩০০ স্কোয়ার ফুট জায়গাতেই ৩ তলা বাড়ির অনুমতি কলকাতায় !
Calcutta High Court: থানায় নিয়ে গিয়ে ছাত্রীদের মারধর,  হাইকোর্টে মামলা দায়ের সুশ্রীতা সোরেনের
থানায় নিয়ে গিয়ে ছাত্রীদের মারধর, হাইকোর্টে মামলা দায়ের সুশ্রীতা সোরেনের
Embed widget