এক্সপ্লোর
Advertisement
দলে নেই কেন, 'জানা নেই' কেদারের
নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে চোট পেয়েছিলেন কেদার যাদব। এ জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। ইতিমধ্যেই চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন কেদার। দেওধর ট্রফিতে ভারত এ-র হয়ে খেলছিলেন তিনি। কারণ, দলে ফেরানোর আগে নির্বাচকরা তাঁর ফিটনেস দেখে নিতে চেয়েছিলেন। ম্যাচে কেদার ২৫ বলে ৪১ রান করার পাশাপাশি পাঁচ ওভার বলও করেন। দেওধর ট্রফির ম্যাচ চলাকালেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলির জন্য দল ঘোষণা করা হয়। কিন্তু ৩৩ বছরের কেদারকে দলে রাখা হয়নি। আগামীকাল শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের বাকি তিন ম্যাচে তাঁকে দলে নেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়েছিল কিনা, এই প্রশ্নের জবাবে কেদার বলেছেন, ‘আমি এটা জানি না’।
তিনি বলেছেন, ‘কেন আমাকে দলে নেওয়া হল না তা দেখতে হবে। এখন কী পরিকল্পনা যার জন্য আমায় দলে নেওয়া হয় না, তা আমি জানি না। সম্ভবত আমি রঞ্জি খেলব’।
উল্লেখ্য, খেলোয়াড়দের সঙ্গে কথা না বলেই তাঁদের বাদ দেওয়ার ঘটনা নিয়ে নির্বাচকরা ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন। এর আগে করুণ নায়ার ও মুরলী বিজয় বলেছিলেন, টেস্ট দল থেকে বাদ দেওয়ার আগে তাঁদের সঙ্গে কথা বলেননি কোনও নির্বাচক। যদি তা অস্বীকার করেছিলেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।
বেশ কিছুদিন পর চোট সারিয়ে এশিয়া কাপে দলে ফিরেছিলেন কেদার। কিন্তু ফাইনালে সেই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আরও একবার রিহ্যাবে যেতে হয় তাঁকে।
কেদার বলেছেন, ভালো পারফর্ম্যান্স যখন হচ্ছে, তখবন চোট পাওয়াটা একটা ধাক্কা। তিনি বলেছেন, রিহ্যাব বেশ ভালো হয়েছে। সমস্ত পরীক্ষায় সফল হয়ে এখন ম্যাচ ফিট হয়েই তিনি এসেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement