এক্সপ্লোর
অব্যর্থ ফ্রি কিক! মেসি স্টাইলে ইন্টারনেট মাতাচ্ছে এই ১২ বছরের ছেলে
.....তারপর অব্যর্থ ভাবে রিং এর ভিতর দিয়ে গলিয়ে দিল বল। গো......ল। ঠিক মেসির কায়দায়।

মালাপ্পুরম: ৭,৮৮৫ কিলোমিটার। ভারতের কেরল আর আর্জেন্তিনার বার্সেলোনা মধ্যে দূরত্ব ঠিক এটাই। এই দূরত্বে থেকেও ফুটবলের মহাতারকা মেসির কায়দা হবহু রপ্ত করেছে কেরলের ১২ বছরের এক কিশোর। বাড়ি মালাপ্পুরমে। বয়স ১২। গায়ে মেসি লেখা আর্জেন্তিনার জার্সি। গোল পোস্টে লক্ষ্য স্থির। আসলে লক্ষ্য আরও কঠিন। পোস্টে ঝোলানো রিং। তার মধ্যে দিয়েই গলিয়ে দিতে হবে বল। নিজের হাতটি শরীরের পিছনে রাখল সে। হাত দিয়ে চুলটা ঠিক করে নেওয়া। তারপর অব্যর্থ ভাবে রিং এর ভিতর দিয়ে গলিয়ে দিল বল। গো......ল। ঠিক মেসির কায়দায়।
কেরলের কিশোরের এই গোল করার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ইন্টারনেট সেলিব্রিটি এখন এই বছর বারোর কিশোর। ফ্রি কিকের জাদুকর মেসিই এই ছেলের অনুপ্রেরণা। কেরিয়ারের ৬৯৭টির মধ্যে ৫২টি গোল মেসি করেছেন ফ্রি কিকে। তাই সেই কায়দাটাই একাগ্র চিত্তে রপ্ত করেছে কেরলের মেসি-ভক্ত মিশাল আবোলাইস। এই ভিডিওটি প্রথমে অল কেরল সেভেন ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে আপলোড করা হয়। তারপরই শেয়ারের পর শেয়ার। এখন এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল। প্রচুর প্রশংসা এখন তার ঝুলিতে। মিশাল কাট্টুমুন্ডা গভর্নমেন্ট ইউপি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। দাদা ওয়াজিদের অনুপ্রেরণাতেই ফুটবল খেলা তার। সেই দাদারই করা ভিডিওই এখন চিনিয়েছে তাকে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















