এক্সপ্লোর
Advertisement
KKR vs CSK, IPL Match Preview: আজ সামনে ধোনির চেন্নাই, গত ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কার্তিকদের
আইপিএল-এ সাফল্য এবং মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান, দুটোতেই সিএসকে-র চেয়ে পিছিয়ে কেকেআর।
আবু ধাবি: আজ চলতি আইপিএল-এর ২১ নম্বর ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকলেও, মোটেই স্বস্তিতে নেই কেকেআর শিবির। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর থেকে অধিনায়কের ব্যক্তিগত পারফরম্যান্স এবং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অন্যদিকে, গত ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে ধোনিবাহিনী। ফলে আজ কেকেআর-এর লড়াই সহজ হবে না।
আইপিএল-এ সাফল্য এবং মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান, দুটোতেই সিএসকে-র চেয়ে পিছিয়ে কেকেআর। এখনও পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন ধোনিরা। সেখানে গৌতম গম্ভীরের নেতৃত্বে দু’বার চ্যাম্পিয়ন হয় কেকেআর। দু’দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ২২বার। তার মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে সিএসকে এবং ৮টি ম্যাচ জিতেছে কেকেআর। ব্যক্তিগত পারফরম্যান্সেও ধোনির চেয়ে অনেক পিছিয়ে কার্তিক।
এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত কেকেআর-এর ব্যাটিং বিভাগে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান গিল, নীতীশ রানা ও ইয়ন মর্গ্যান। এই তিন ব্যাটসম্যানের উপরেই ভরসা করতে পারছে দল। তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্যান্স দেখাতে পারেননি। ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন সুনীল নারাইন। কার্তিকও ব্যাট হাতে ব্যর্থ।
কেকেআর-এর বোলিং বিভাগের পারফরম্যান্স তুলনামূলকভাবে ভাল বলা যায়। দুই তরুণ পেসার শিবম মাভি ও কমলেশ নাগরকোটি ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তারকা পেসার প্যাট কামিন্স মাঝেমধ্যে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তরুণ স্পিনার বরুণ চক্রবর্তীও উইকেট নিচ্ছেন। তবে কার্তিকের বিরুদ্ধে বোলারদের ঠিকমতো ব্যবহার করতে না পারার অভিযোগ উঠেছে। তাই আজ কেকেআর অধিনায়কের সামনে বড় চ্যালেঞ্জ।
সিএসকে-র দুই ওপেনার ফাফ দু প্লেসি ও শেন ওয়াটসন গত ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে দল নিয়ে ধোনির চিন্তা অনেকটাই কমে গিয়েছে। ব্যাটিং বিভাগে এই দুই ওপেনার ছাড়াও আছেন ধোনি নিজে, কেদার যাদব, অম্বাতি রায়াডু। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, স্যাম কারান ও ডোয়েন ব্র্যাভোও আছেন। বোলিং বিভাগে দীপক চাহারও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement