এক্সপ্লোর
Advertisement
কামিন্সের বাউন্সারে মাথায় চোট ঋষভের, উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন রাহুল
এদিন ভারতের ইনিংসে ৪৪-তম ওভারের তৃতীয় বলে একইসঙ্গে চোট পান এবং আউট হন পন্থ।
মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৩ বলে দু’টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ২৮ রান করলেও, প্যাট কামিন্সের বাউন্সার হেলমেটে আছড়ে পড়ায় চোট পেয়ে ফিল্ডিং করতে নামতে পারলেন না ঋষভ পন্থ। তাঁর বদলে উইকেটের পিছনে রয়েছেন লোকেশ রাহুল। আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে নিয়মিত কিপিং করলেও, এই প্রথম ভারতীয় দলের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল।
Update: Rishabh Pant has got a concussion after being hit on his helmet while batting. KL Rahul is keeping wickets in his absence. Pant is under observation at the moment. #TeamIndia #INDvAUS pic.twitter.com/JkVElMacQc
— BCCI (@BCCI) January 14, 2020
এদিন ভারতের ইনিংসে ৪৪-তম ওভারের তৃতীয় বলে একইসঙ্গে চোট পান এবং আউট হন পন্থ। কামিন্সের বলে তিনি পুল করার চেষ্টা করেন। কিন্তু বলের গতি আন্দাজ করতে পারেননি। ব্যাটের কানায় লেগে বলটি হেলমেটে আছড়ে পড়ে। এরপর বলটি চলে যায় অ্যাশটন টার্নারের হাতে। তিনি সহজ ক্যাচ ধরে নেন। আউট হওয়ার পর চোটের শুশ্রুষা করতে যান পন্থ। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, পন্থকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement