KL Rahul Captaincy Debut: পার্লে মাঠে নামতেই অধিনায়ক হিসেবে এই নজির গড়লেন রাহুল
KL Rahul Captaincy Debut: বিরাট কোহলিকে সরিয়ে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে রোহিত শর্মাকে (rohit sharma)। কিন্তু চোটের জন্য় চলতি সিরিজে নেই হিটম্যান।
পার্ল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামল ভারতীয় দল। আর দেশের জার্সিতে ওযান ডে অধিনায়ক হিসেবে অভিষেক হল কে এল রাহুলের। বিরাট কোহলিকে সরিয়ে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে রোহিত শর্মাকে (rohit sharma)। কিন্তু চোটের জন্য় চলতি সিরিজে নেই হিটম্যান। তার বদলে তাই এই সিরিজে নেতৃত্বভার সামলাচ্ছেন কে এল রাহুল (kl rahul)। এর আগে কখনও ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দেননি রাহুল। সহ অধিনায়কের দায়িত্বে রয়েছে জশপ্রীত বুমরা।
অধিনায়ক হিসেবে পার্লে মাঠে নেমেছেন রাহুল। লিস্ট এ ক্রিকেটে কোনও নেতৃত্ব না দিয়ে সরাসরি জাতীয় দলকে ৫০ ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া ভারতের তৃতীয় ক্রিকেটার হলেন রাহুল। এর আগে সৈয়দ কিরমানি ও প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ এই নজির গড়েছেন। এর পর সেই তালিকায় এবার নাম লেখালেন কে এল রাহুল।
টসে হেরে রান তাড়া করতে হবে ভারতীয় দলকে। এ বিষয়ে রাহুল বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ব্যাটিংই করতে চাইতাম। তবে আমরা প্রথমে ব্যাটিংয়ের মতোই রান তাড়া করতেও তৈরি। পিচ একটু শুকনো মনে হচ্ছে। আমাদের দলে কয়েকজন ভালমানের স্পিনার আছে। বুমরাহ ও ভুবি খেলছে। আশা করি ওরা শুরুতে স্যুইং পাবে। আজ অভিষেক হল বেঙ্কটেশ আয়ারের।চার নম্বরে ব্যাটিং করবে শ্রেয়স আয়ার। টেস্ট সিরিজের পর থেকে গত কয়েকদিন ধরে অনেককিছু হয়েছে। গোটা ঘটনা দলের সবার কাছে আবেগের মুহূর্ত ছিল। দলের অনেকেরই বিরাটের নেতৃত্বে অভিষেক হয়েছে। ও এখনও আমাদের সঙ্গেই আছে। ও দলের অবিচ্ছেদ্য অংশ। ট্যাকটিক্স ও স্ট্র্যাটেজির বিষয়ে কিছু বদল আনতে চাই। তবে বিশা কোনও বদল হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা মানে এই নয় যে প্রথম বল থেকেই মারতে শুরু করব।’