এক্সপ্লোর
Advertisement
এবার কোহলি ও অমিতাভকে চ্যালেঞ্জ গেইলের
নয়াদিল্লি: সদ্যই টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এবার ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। শুধু কোহলিই নয়, বলিউড তারকা অমিতাভ বচ্চনকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। কোহলি ও অমিতাভকে চ্যাম্পিয়ান হওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন গেইল।
এই চ্যালেঞ্জ অবশ্য ক্রিকেট সংক্রান্ত নয়। গত রবিবার ইডেনে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ দলকে ডোয়েন ব্রাভোর ‘চ্যাম্পিয়ান’ গানের তালে পা মেলাতে দেখা গিয়েছিল। ক্রিকেটের পাশাপাশি গানও করেন ব্রাভো। ওই গানটি টুইটারে পোস্ট করে সহ খেলোয়াড় গেইলকে ‘চ্যাম্পিয়ান ডান্স’-এর চ্যালেঞ্জ দিয়েছিলেন ব্রাভো।
সেই চ্যালেঞ্জ গ্রহণ করে গানের তালে নেচে সেই ভিডিও ইন্স্টাগ্রামে পোস্ট করেছেন গেইল। শুধু তাই নয়, গেইল এই চ্যাম্পিয়ান চ্যালেঞ্জের জন্য কোহলি ও অমিতাভকে মনোনীত করেছেন।
উল্লেখ্য, ব্রাভো ভারতের স্পিনার হরভজন সিংহকে এই গানে নাচের চ্যালেঞ্জ দিয়েছিলেনষ ভাজ্জি তা পূরণও করেছেন। শুধু তাই নয়, বিশ্বের প্রখ্যাত অ্যাথলিট উসেইন বোল্টও ছাড় পাননি। ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর তাঁকেও ব্রাভোর ওই গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে।
আসলে ওয়েস্ট ইন্ডিজ যেন ওই গানকেই জয়ের মন্ত্র হিসেবে ধরে নিয়েছিল এবং তা দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ান হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছিল।
এবার কোহলি ও অমিতাভকে চ্যালেঞ্জ দিলেন গেইল। ময়দানে গেইল ও কোহলির যুগলবন্দী নতুন নয়। আইপিএল চলাকালে বেশ কয়েকবারই তাঁদের দুজনকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে।
এবার কোহলি ও অমিতাভ গেইলের চ্যালেঞ্জ স্বীকার করেন, কিনা তাই এখন দেখার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement