এক্সপ্লোর
Advertisement
রোহিতের সঙ্গে সংঘাতের জল্পনা খারিজ, শাস্ত্রীই কোচ থাকলে খুশি হবেন, জানালেন কোহলি
রোহিত শর্মার সঙ্গে তাঁর মতবিরোধের জল্পনা সরাসরি খারিজ করে দিলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এ ধরনের খবরকে হাস্যকর, চূড়ান্ত মিথ্যে বলে নাকচ করেছেন তিনি। ওয়েস্ট সফরে রওনা দেওয়ার আগে সাংবাদিক বৈঠকে কোহলি তাঁর সহকারীর সঙ্গে কোনওরকম ঝামেলা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।
মুম্বই: রোহিত শর্মার সঙ্গে তাঁর মতবিরোধের জল্পনা সরাসরি খারিজ করে দিলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এ ধরনের খবরকে হাস্যকর, চূড়ান্ত মিথ্যে বলে নাকচ করেছেন তিনি। ওয়েস্ট সফরে রওনা দেওয়ার আগে সাংবাদিক বৈঠকে কোহলি তাঁর সহকারীর সঙ্গে কোনওরকম ঝামেলা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।
বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর ভারতীয় শিবিরে ফাটল নিয়ে নানারকম জল্পনা ছড়িয়ে পড়ে। বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে মুখ দেখাদেখি নেই বলেও দাবি করা হয়। এরপর অধিনায়কত্ব দুজনের মধ্যে ভাগ করে দেওয়ার তত্ত্বও সামনে চলে আসে।
এদিন সাংবাদিক বৈঠকে কোচ রবি শাস্ত্রীকে পাশে বসিয়ে কোহলি বলেছেন, এটা খুবই বিভ্রান্তিকর, এ ধরনের গল্প খুবই হাস্যকর এবং মিথ্যে গেলানো হচ্ছে। রবি শাস্ত্রীও এ ধরনের জল্পনাকে আজেবাজে বলে মন্তব্য করেছেন।
কোহলি বলেছেন, রোহিতের সঙ্গে তাঁর কোনও ঝামেলাই নয়। বরং তাঁদের সম্পর্ক যথেষ্ট সুন্দর। অধিনায়ক বলেছেন, আমি যদি কাউকে পছন্দ না করি, তা আমার মুখ দেখে বোঝা যায়। আমি গত কিছুদিন ধরেই এ সব শুনছি। কিন্তু দলের পরিবেশ ভালো না হলে, আমরা ভালো খেলতে পারতাম না।
সাংবাদিক বৈঠকে পরবর্তী কোচ নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে। বিশ্বকাপের পরই শেষ হয়ে গিয়েছে হেড কোচ রবি শাস্ত্রীর মেয়াদ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন কোচ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও জারি করেছে বিসিসিআই। যদিও কোহলি চাইছেন, তিনি শাস্ত্রীকেই কোচের পদে রেখে দেওয়ার পক্ষে।ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি) পরবর্তী কোচ বেছে নেবে। এই কোচ বাছাই প্রক্রিয়ায় এমনিতেই থাকছেন শাস্ত্রী।
এ ব্যাপারে কোহলি বলেছেন, ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি) এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। কিন্তু আমাদের সবার সঙ্গে শাস্ত্রীর দারুণ সুসম্পর্ক গড়ে উঠেছে। তাই তিনি যদি থাকেন, তাহলে খুশি হব। তবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে সিএসি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement