এক্সপ্লোর
Advertisement
‘উদ্ধত’, ‘কলঙ্ক’, ধোনি-বিরাটকে বেনজির আক্রমণ! অভিষেকেই নিন্দিত ব্রিটিশ ক্রিকেটার
ভারতীয় সংবাদ মাধ্যমে ম্যাথিউ পারকিনসন শিরোনাম হয়ে এলেন সম্পূর্ণ এক অন্য কারণে।
লন্ডন: ফের শিরোনামে ল্যাঙ্কাশায়ারের লেগ স্পিনার ম্যাথিউ পারকিনসন। গত মঙ্গলবার ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন বছর তেইশের এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নিয়েই আন্তর্জাতিক দলে খেলার সুযোগ করে নেন ম্যাথিউ পারকিনসন। তবে অভিষেক ম্যাচে তাঁর পারফরম্যান্স চোখেই পড়েনি। প্রথম ওয়ান ডে-তে কুইন্টন ডি ককের শতরানের দৌলতে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। এই অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যমে যদিও সম্পূর্ণ এক অন্য কারণে ম্যাথিউ পারকিনসন শিরোনাম হলেন।
(দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ম্যাথিউ পারকিনসন)
তিনি খবর হলেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে অতীতে করা তাঁর বিতর্কিত মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণের জন্য। কোহলিকে ‘উদ্ধত’ এবং ধাোনিকে ‘কলঙ্ক’ বলে একের পর এক ট্যুইট করেছিলেন এই ব্রিটিশ ক্রিকেটার। বৃহস্পতিবার ম্যাথিউ পারকিনসনের সেই বক্তব্য নিয়েই ফের চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ‘কোহলিকে ঘৃণা করি’ সহ রবীন্দ্র জাদেজা নিয়ে কুরুচিকর মন্তব্যের কারণে সেবার ভারতীয় ক্রিকেট অনুরাগীদের নিশানায় পড়েছিলেন ল্যাঙ্কশায়ারের ক্রিকেটার। সেই পুরনো ট্যুইট সামনে নিয়ে ফের একবার তাঁর ওপর চড়াও হয়েছে ভারতীয় ফ্যানরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement