কোহলির শরীরে বিন্দুমাত্র নেতিবাচক মানসিকতা নেই: অশ্বিন

চেন্নাই: বিরাট কোহলির মধ্যে জেতার মানসিকতা ভরপুর মাত্রায় রয়েছে। এমনটাই জানালেন রবীচন্দ্রণ অশ্বিন। ভারতের অফ-স্পিনারের দাবি, অধিনায়কের ইতিবাচক শরীরী ভাষা দলের বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
বিজয় হজারে ট্রফিতে গুজরাতের বিরুদ্ধে তামিলনাড়ুর প্রথম ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিন জানান, ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ অধিনায়কদের তালিকায় থাকবে কোহলি। তিনি বলেন, ও এমন ক্রিকেটার, যে সবসময় জয়ের জন্য ঝাঁপাবে। তাতে যাই হোক।
আশ্বিন আরও বলেন, কোহলির শরীরে একটাও নেতিবাচক হাড় নেই। ও সবসময় জয়ের চিন্তা করে। কখনই বাঁচানোর কথা ভাবে না। সবসময় এগিয়ে চলার কথা ভাবে। এটা ভাল কারণ, বাকি ক্রিকেটাররাও জানেন, তাঁদের থেকে কী চাওয়া হচ্ছে। ফলে, গোটা দলের তীক্ষ্ণতা বৃদ্ধি পায়।
পূর্ণসময়ের অধিনায়ক হিসেবে এটাই কোহলির প্রথম বিদেশ-সিরিজ। অশ্বিনের দাবি, তিনি নিশ্চিত বিশ্বের তাবড় তাবড় সফল অধিনায়করাও ঘরের মাটিতে সিরিজ জয় করেই বিদেশের মাটিতে খেলতে গিয়েছে। সেইদিক দিয়ে কোহলিও ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ অধিনায়কদের তালিকায় জায়গা করে নিয়েছে।






















