এক্সপ্লোর
তড়িঘড়ি বিরাটকে সব ফর্ম্যাটে অধিনায়ক করার বিপক্ষে গাওস্কর
নয়াদিল্লি: এখনই তড়িঘড়ি বিরাট কোহলিকে টেস্ট, একদিন ও টি-২০, তিন ধরনের ফর্ম্যাটেই দলের অধিনায়ক করা হোক, চান না সুনীল গাওস্কর। বিরাট টেস্ট দলের নেতা হিসাবে আরও অভিজ্ঞতা সঞ্চয় করুন, এমনই অভিমত তাঁর। একটি সংবাদ চ্যানেলকে প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়ক বলেছেন, বিরাটের হাতে খুব দ্রুত সব ফর্ম্যাটে নেতৃত্বের ভার তুলে দেওয়া উচিত নয়। অধিনায়কের ভূমিকায় আরও তৈরি হোক ও। ২০১৯-এর বিশ্বকাপের তো অনেক দেরি।
ভারতীয় ক্রিকেটের আর এক মহা-তারকা সৌরভ গাঙ্গুলির সঙ্গে মিল নেই গাওস্করের মতের। সৌরভ মনে করেন, ২০১৯ এর বিশ্বকাপ পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির হাতে সীমিত ওভারের দলের হাল থাকবে কিনা, সে ব্যাপারে সংশয় আছে। তিনি চান, এখনই সীমিত ওভারের ফর্ম্যাটে কাণ্ডারীর ভূমিকায় অভিষেক হোক বিরাটের। সাম্প্রতিক কালে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। আইপিএলে বিধ্বংসী মেজাজে খেলছেন। এ পর্যন্ত ৯টি ইনিংসে দুটি সেঞ্চুরি, চারটি অর্ধ শতরান সমেত তাঁর রান ৫৬১। গড় ৮০.১৪। যদিও আইপিএলে তাঁর দল আরসিবি তেমন ধারাবাহিকতা দেখাতে পারছে না। পয়েন্ট তালিকায় রয়েছে ৬ নম্বরে। কিন্তু তাতে বিরাটের কোনও ভূমিকা নেই বলে মনে করেন গাওস্কর। তিনি বলেছেন, বোলাররাই আইপিএলে আরসিবি-কে ডোবাচ্ছে। বিরাট দারুণ, দলের মতোই। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















