John Wright Birthday: চিরকৃতজ্ঞ থাকব, রাইটের জন্মদিনে বার্তা ক্রুণাল-হার্দিকের
ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা কোচেদের তালিকা তৈরি করতে বসলে তাঁর নাম ওপরের দিকেই থাকবে। সোমবার ছিল সেই জন রাইটের জন্মদিন।
কলম্বো: ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা কোচেদের তালিকা তৈরি করতে বসলে তাঁর নাম ওপরের দিকেই থাকবে। সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক থাকাকালীন ভারতীয় দলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল কোচ হিসাবে তাঁর ক্ষুরধার মস্তিষ্ক। ভারতীয় দল হয়তো বিশ্বকাপ জেতেনি। তবে ফাইনালে পৌঁছেছিল। আর নিয়মিতভাবে জিততে শুরু করেছিল বিদেশের মাটিতে।
সেই জন রাইটের জন্মদিন ছিল সোমবার। আর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন দুই তারকা ছাত্র। ক্রুণাল ও হার্দিক পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সময় রাইটের কাছে যাঁরা অনেক কিছু শিখেছেন। আর সেই শিক্ষা তাঁদের ক্রিকেট কেরিয়ারকে তরাণ্বিত করেছে।
ক্রুণাল সোমবার রাইটের ছবি দিয়ে ট্যুইট করেছেন, 'জন্মদিনের শুভেচ্ছা জন রাইট স্যার। হার্দিক এবং আমার জন্য আপনি যা করেছেন তার জন্য চিরকৃতজ্ঞ থাকব।'
এদিকে, শ্রীলঙ্কায় নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে নেমে পড়ল শিখর ধবন নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সোমবার দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেললেন ধবনরা। দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ম্যাচের ছবি এবং ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রীলঙ্কা ও ভারতীয় ক্রিকেট বোর্ড।
কলম্বোয় পৌঁছনোর পর ভারতীয় দলের নিভৃতবাস শেষ হয়েছে চার দিন আগে। ফলে অনুশীলনে নেমে পড়েছে শিখর ধবনের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সোমবার থেকেই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে খেলতে নেমে পড়েছেন হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমাররা। শ্রীলঙ্কায় ভারতীয় দলকে নেতৃ্ত্ব দিচ্ছেন ধবন। দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর কুমার।
প্রস্তুতি ম্য়াচে দুই ক্রিকেটারকে আলাদা দুই দলে খেলতে দেখা গিয়েছে। ধবন একাদশের সঙ্গে খেলা হয়েছে ভুবনেশ্বর একাদশের। ধবনের দলের হয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন মনীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্যরা। আইপিএলে ব্যাট হাতে সাড়া জাগানো রুতুরাজ গায়কোয়াড়কেও সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছে। পছন্দের লেগ সাইডে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট নিয়েছেন দিল্লি তথা কলকাতা নাইট রাইডার্সের বাঁহাতি ব্যাটসম্যান নীতীশ রানা।