Lakshya Sen: অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে লক্ষ্য, রবিবার ফাইনালে সামনে জাপানি প্রতিপক্ষ
হংকং ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন এর আগে লক্ষ্য। এরপর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন। আগামী রবিবার ২৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল।

সিডনি: ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2025) ফাইনালে জায়গা করে নিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। সেমিফাইনালে চাইনিস তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী চৌ তিয়েন চেনকে প্রায় ১ ঘণ্টা ২৬ মিনিটের লড়াই শেষে ফাইনালে জায়গা পাকা করে নেন তরুণ এই শাটলার। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ছিলেন চাইনিজ তাইপেইয়ের এই খেলার ফল লক্ষ্যর পক্ষে ১৭-২১, ২৪-২২, ২১-১৬।
হংকং ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন এর আগে লক্ষ্য। এরপর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন। আগামী রবিবার ২৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল। খেতাবি লড়াইয়ে জাপানের ইউসি তানাকার বিরুদ্ধে খেলতে নামবেন লক্ষ্য।
২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে আদৌ খেলবেন বিরাট ও রোহিত?
,সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে এক সাক্ষাৎকারে জন্টি রোডস জানিয়েছেন, ''সচিনের সঙ্গেও এমনটা হয়েছে, ধোনির সঙ্গেও এমনটা হয়েছে। এটা সবার ক্ষেত্রেই হওয়া উচিৎ। কে কখন অবসর নেবেন, তা তাঁদের বিষয়। কতদিন পর্যন্ত তাঁরা খেলবেন, তাঁদের বিষয়। এটা পুরোটাই রোহিত ও বিরাটের ওপর নির্ভর করে। ওরা এখনও রান করে যাচ্ছে। নির্বাচকরাও ওদের নির্বাচন করেছে। তাঁদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।''
সম্মানিত করা হল ঝুলন গোস্বামীকে
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় মহিলা ক্রিকেটের প্রবাদপ্রতিমকে ডক্টরেট উপাধিতে ভূষিত করল । যে খুশির খবর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ঝুলন নিজেই। শনিবার ফেসবুকে ঝুলন লিখেছেন, 'জীবনের একটা নিজস্ব রীতি আছে, ধীরে ধীরে মনে করিয়ে দেওয়া যে, আমাদের প্রচেষ্টার এমন মূল্য রয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না । বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে সাহিত্যে সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়ে আমি সম্মানিত । ১১ নভেম্বর এই সম্মান পেয়েছিলাম । এই স্বীকৃতি আমাকে উৎসাহ দিচ্ছে আরও আন্তরিকতার সঙ্গে, আগ্রহ নিয়ে ও মন দিয়ে কাজ করে যাওয়ার।'
রেকর্ড গড়লেন ট্রাভিস হেড
অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড মাত্র ৩৬ বলে অর্ধশতরান পূরণ করেন। এরপর ৬৯ বলে শতরান হাঁকান। ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন হেড। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান হেড। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও ম্য়াচের চতুর্থ ইনিংসে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন ট্রাভিস হেড। একই সঙ্গে ট্রাভিস হেডের এই ইনিংসটি অ্য়াশেজ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন অজি ব্যাটার।






















