এক্সপ্লোর
জাতীয় রেকর্ড গড়ে স্টিপলচেজের ফাইনালে ললিতা বাবর
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠলেন ললিতা বাবর। দ্বিতীয় কোয়ালিফাইংয় হিটে নতুন জাতীয় রেকর্ড গড়ে ফাইনালে উঠেছেন ললিতা। তিনি সময় করেছেন ৯ মিনিট ১৯.৭৬ সেকেন্ড। এর আগে স্টিপলচেজে জাতীয় রেকর্ড ছিল সুধা সিংহের। তাঁর সময় ছিল ৯ মিনিট ২৬.৫৫ সেকেন্ড। তার চেয়ে অনেকটাই কম সময় করেছেন ললিতা। তিনি ২০১৪ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন। এবার অলিম্পিকের ফাইনালে পদক জয়ের লক্ষ্যেই নামবেন।
ললিতার এই সাফল্যের দিনে অবশ্য অন্য ইভেন্টগুলিতে যথারীতি ব্যর্থ হয়েছেন ভারতীয়রা। স্টিপলচেজে ললিতার কাছে জাতীয় রেকর্ড খোয়ানোর পাশাপাশি কোয়ালিফাইং হিট থেকেই ছিটকে গিয়েছেন সুধা। মহিলা হকি দল আর্জেন্টিনার কাছে ৫-০ গোলে হেরে বিদায় নিয়েছে। ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন গুরপ্রীত সিংহ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement