Ind vs SL: কুলদীপ ও চাহালকে ফের একসঙ্গে বল করতে দেখতে চান লক্ষ্মণ ও পাঠান
কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল একটা সময় ভারতীয় দলের বোলিংয়ে নজর কেড়েছিলেন। ক্রিকেটপ্রমীদের কাছে কুলচা নামেই পরিচিত হয় গিয়েছিলেন তাঁরা। কুলচা জুটিকে ফের একসঙ্গে মাঠে দেখতে চান লক্ষ্মণ ও ইরফান
মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে দুজনেই দুর্দান্ত ছাপ রেখেছিলেন নিজেদের কেরিয়ারের শুরুর দিকে। একসঙ্গে বেশ কিছু ম্যাচও দেশকে জিতিয়েছিলেন। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল একটা সময় ভারতীয় দলের স্পিন বোলিং পার্টনারশিপে নজর কেড়েছিলেন। ক্রিকেটপ্রমীদের কাছে কুলচা নামেই পরিচিত হয়ে গিয়েছিলেন তাঁরা।
এবার সেই কুলচা জুটিকে ফের একসঙ্গে মাঠে দেখতে চান ভিভিএস লক্ষ্মণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে একসঙ্গে খেলতে দেখা যাবে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে। ২ জনেই রয়েছেন স্কোয়াডে। লক্ষ্মণ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ওদের আগামী ৩টে ওয়ান ডে ম্যাচেই দেখতে চাই একসঙ্গে খেলতে। এই মুহূর্তে ৬ জন স্পিনার রয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে যদি প্রত্যেক স্পিনার ১০ ওভার করে বল করার সুযোগ থাকছে। যত বেশি করে ওভার ওরা বল করতে পারবে, ততই ওদের আরও আত্মবিশ্বাস বাড়বে। বিশেষ করে কুলদীপ যাদবের জন্য। যুজবেন্দ্র চাহাল এই মুহূর্তে ভাল ফর্মে রয়েছে। ওর অভিজ্ঞতা রয়েছে। সাফল্যও পেয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রাখলে ও একজন গুরুত্বপূর্ণ সদস্য ভারতীয় দলের জন্য। তবে আমার মনে হয় কুলদীপের আত্মবিশ্বাস ফিরে পাওয়া উচিত।’
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানও মনে করেন কুলদীপ যত ম্যাচ খেলবেন, ততই তাঁর আত্মবিশ্বাস বাড়বে। এক সাক্ষাৎকারে পাঠান বলেন, ‘প্রচুর ম্যাচ খেলাই একমাত্র উপায় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। কুলদীপের ক্ষেত্রেও তেমনটা দরকার। যদি অনেক অনেক ওভার বল করার সুযোগ পান কুলদীপ। তবে অটোমেটিক ওর মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে, যা ও হারিয়ে ফেলেছিল। ভারতীয় ক্রিকেটের জন্য খুব অল্প সময়েই কুলদীপ একজন সফল বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিল। দ্রুত ১০০ উইকেট তুলেছিল ও। দলের এই সময় ওর পাশে থাকা উচিত। আমি চাই লঙ্কা সিরিজে কুলদীপ ও চাহাল একসঙ্গে খেলুক আবার। হার্দিক বল করতে শুরু করলে এই কাজটা আরও সহজ হয়ে যাবে। তখন হয়ত ২ স্পিনারকেই একসঙ্গে খেলতে দেখা যাবে ধারাবাহিকভাবে।’